সেরা মাইলেজ সঙ্গে দুর্দান্ত ফিচার্স, চব্বিশের অন্তিম মুহূর্তে বাজারে এল হোন্ডার নয়া বাইক
Honda লঞ্চ করল 2025 Unicorn বাইক। পুরনো মডেলের তুলনায় 8,180 টাকা বেড়েছে বাইকের দাম। এতে পাবেন LED লাইটিং এবং সম্পূর্ণ ডিজিটাল ক্লাস্টার।
ভারতে বাইকের বাজারে জনপ্রিয় কোম্পানি Honda। এদিন একটি নতুন বাইক লঞ্চ করল তারা। সংস্থার তরফে বৃহস্পতিবার বাজারে লঞ্চ হল 2025 Honda Unicorn। পুরনো মডেলের তুলনায় বাইকের দাম 8,180 টাকা বাড়ানো হয়েছে। এই বাইকটি OBD 2B নিয়ম অনুযায়ী আপডেট করা হয়েছে। রয়েছে নতুন ফিচার্স। বাইকের দাম রাখা হয়েছে 1,19,481 টাকা (এক্স-শোরুম)।
নতুন Honda Unicorn এ মিলবে একটি নতুন LED হেডল্যাম্প-সহ ক্রোম স্টাইলিংয়ের আপডেটেড ফ্যাসিয়া। বাইকের বাকি ডিজাইন পুরনো মডেলের মতোই রাখা হয়েছে। এটি পাওয়া যাবে তিনটি রঙে - পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং রেডিয়েন্ট রেড মেটালিক। পুরানো মডেলে যে পার্ল সাইরেন ব্লু রং ছিল, তা আর পাওয়া যাবে না।
উল্লেখযোগ্য ফিচার্সের ক্ষেত্রে মোটরসাইকেলে দেওয়া হয়েছে LED লাইটিং এবং সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ইকো ইন্ডিকেটর এবং সার্ভিস ডিউ ইন্ডিকেটর রয়েছে। এছাড়া নতুন মডেলে পাওয়া যাবে USB টাইপ-সি চার্জিং পোর্ট।
2025 Honda Unicorn এ রয়েছে OBD 2B নিয়ম অনুযায়ী 162 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ 13 হর্সপাওয়ার এবং 14.58 এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। বাইকের মাইলেজ 60 কিমি প্রতি লিটার। আগের যে ইউনিকর্ন ছিল তার তুলনায় 8,180 টাকা বাড়িয়ে নতুন মডেলটি লঞ্চ করা হয়েছে। পুরনো মডেলটির দাম ছিল 1,11,301 টাকা (এক্স-শোরুম)।
প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি মডেলের নতুন সংস্করণ লঞ্চ করেছে কোম্পানি। যার মধ্যে রয়েছে Shine, SP এবং Activa স্কুটার। হোন্ডা তাদের নির্ভরযোগ্য ইঞ্জিন এবং মাইলেজের জন্য দেশের বাজারে জনপ্রিয়। ভারতে কোম্পানির প্রতিপক্ষ হল হিরো মটোকর্প, টিভিএস এবং বাজাজ।
Honda লঞ্চ করল 2025 Unicorn বাইক। পুরনো মডেলের তুলনায় 8,180 টাকা বেড়েছে বাইকের দাম। এতে পাবেন LED লাইটিং এবং সম্পূর্ণ ডিজিটাল ক্লাস্টার।