Bajaj-Triumph জুটির বড় চমক, নয়া ভার্সনে আসছে লিকুইড কুল্ড ইঞ্জিনের জনপ্রিয় বাইক

Triumph সম্প্রতি ভারতের বাজারে তাদের Speed 400 মোটরসাইকেলটির 2024 ভার্সন লঞ্চ করেছে। নতুন সংস্করণে ফ্রেশ পেইন্ট স্কিম যুক্ত হয়েছে। লঞ্চের পর থেকেই জল্পনা চলছিল, Speed…

Tech Gup Desk 27 Sept 2024 4:05 PM IST

Triumph সম্প্রতি ভারতের বাজারে তাদের Speed 400 মোটরসাইকেলটির 2024 ভার্সন লঞ্চ করেছে। নতুন সংস্করণে ফ্রেশ পেইন্ট স্কিম যুক্ত হয়েছে। লঞ্চের পর থেকেই জল্পনা চলছিল, Speed 400-এর প্ল্যাটফর্মে তৈরি Scrambler 400X মডেলে ঠিক কবে আপডেট আসবে। এখন জানা গিয়েছে যে, 2025 Triumph Scrambler 400X কয়েক মাসের মধ্যেই আত্মপ্রকাশ করবে।

বাইকওয়ালের প্রতিবেদন অনুযায়ী, Scrambler 400 X লঞ্চের জন্য রেডি থাকলেও, বাজাজ-ট্রায়াম্ফ বর্তমানে নতুন Speed 400 ও Speed T4-এর প্রতি ফোকাস করতে চায়। T4 মডেলটিকে বাজারে প্রতিষ্ঠিত করার সময় দিতেই কোম্পানি লঞ্চ কয়েক সপ্তাহ পিছিয়ে দিতে পারে বলে অনুমান করা হচ্ছে।

নতুন Triumph Scrambler 400 X-এ কসমেটিক আপডেট ছাড়া আরও কোনও মেকানিক্যাল বা ফিচার্স আপগ্রেড থাকার সম্ভাবনা নেই বললেই চলে। Speed 400-এর পথ অনুসরণ করে এতে নতুন পেইন্ট অপশন যোগ হতে পারে। ফলে ক্রেতাদের হাতে রঙের আরও বিকল্প চলে আসবে।

জানিয়ে রাখি, Scrambler 400 X বাইকটিতে লিকুইড কুল্ড প্রযুক্তির ৩৯৯ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ৮,০০০ আরপিএম গতিতে ৩৯.৫ হর্সপাওয়ার এবং ৬,৫০০ আরপিএমে ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটি ফাইভ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

Show Full Article
Next Story