2025 Triumph Tiger Sport 660: নয়া রূপে, দারুন ফিচার নিয়ে হাজির ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট ৬৬০, দাম কত

ট্রায়াম্ফ মোটরসাইকেল উন্মোচন করল টাইগার স্পোর্ট ৬৬০ বাইকের ২০২৫ ভার্সন। এটি একটি আপডেট মডেল। নতুন রং, ফিচার্স-সহ আনা হয়েছে। ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে এই বাইক।

Suvrodeep Chakraborty 22 Nov 2024 6:18 PM IST

ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট ৬৬০ বাইকের ২০২৫ ভার্সন আজ লঞ্চ হল। এই আপডেট মডেলে যোগ করা হয়েছে নতুন কুইক শিফটার এবং লিন-সেনসিটিভ ট্র্যাকশন কন্ট্রোল। ফিচারের পাশাপাশি নতুন রংয়ে হাজির হয়েছে এই মোটরসাইকেল। এদিন আন্তর্জাতিক বাজারে বাইকটি উন্মোচন করেছে ব্রিটিশ সংস্থাটি। বাইকের পারফরম্যান্সে খুব বেশি বদল না হলেও, চেহারা, ডিজাইন এবং ফিচার বদল করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে প্রবেশ করলেও, ২০২৫ ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট ৬৬০ ভারতে প্রবেশ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এ দেশের দু’চাকার বাজারে ট্রায়াম্ফ মোটরসাইকেলের নামডাক খুব একটা কম নয়। ফলে আশা করা যায়, আগামীদিনে বাইকটি লঞ্চ হতে পারে।

নতুন ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট বাইকের ফিচার ও স্পেসিফিকেশন

২০২৫ ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট চারটি রংয়ে পাওয়া যাবে - স্যাফায়ার ব্ল্যাক, রুলেট গ্রিন, ক্রিস্টাল হোয়াইট এবং কার্নিভাল রেড। সংস্থার নিজস্ব শিফট অ্যাসিস্ট সিস্টেম বাই-ডাইরেকশনাল কুইক শিফটার এবং ক্রুজ কন্ট্রোল পাওয়া যাবে। এছাড়াও আপডেট মডেলে নতুন লিন-সেনসিটিভ ট্র্যাকশন কন্ট্রোল এবং উন্নত কর্নারিং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে - TFT ইনস্ট্রুমেন্ট কনসোল, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এলার্ট, SMS নোটিফিকেশন, LED ফগ ল্যাম্প, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, উষ্ণ গ্রিপ এবং USB চার্জার। এর মধ্যে বেশ কিছু ফিচার অপশনাল; চাইলে নিতেও পারেন (দাম বেশি পড়তে পারে) আবার নাও নিতে পারেন।

২০২৫ ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট ৬৬০ বাইকে রয়েছে ৬৬০ সিসি ইন-লাইন তিন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ১০,২৫০ আরপিএম-এ ৮১ হর্সপাওয়ার এবং ৬,২৫০ আরপিএম-এ ৬৪ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ার, মাল্টি প্লেট এবং স্লিপ ক্লাচ। সামনের চাকায় রয়েছে দুটি ডিস্ক ব্রেক ও পিছন চাকায় একটি।

নতুন ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট বাইকের দাম

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৫ ট্রায়াম্ফ টাইগার স্পোর্ট ৬৬০ বাইকের দাম ৯,৮২০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮.২৯ লাখ টাকা)। ভারতে এই বাইকের দাম হতে পারে ৯.৪৫ লাখ টাকা।

Show Full Article
Next Story