Yamaha R1: তুখোড় স্পোর্টস বাইক আনল ইয়ামাহা, শক্তি জানলে চমকে যেতে হবে

ইয়ামাহা বড় চমক নিয়ে হাজির হল। জাপানি সংস্থাটি Yamaha YZR R1 ও YZF R1M-এর উন্নত ভার্সনের ঘোষণা করেছে। দুই স্পোর্টস বাইকই...
techgup 20 Sept 2024 8:01 PM IST

ইয়ামাহা বড় চমক নিয়ে হাজির হল। জাপানি সংস্থাটি Yamaha YZR R1 ও YZF R1M-এর উন্নত ভার্সনের ঘোষণা করেছে। দুই স্পোর্টস বাইকই মোটোজিপি স্টাইলের কার্বন ফাইবার এরোডাইনামিক উইংলেট, নতুন সাসপেনশন এবং অত্যাধুনিক ব্রেম্বো স্টাইলমা ব্রেক সহ একঝাঁক আপডেট পেয়েছে। এছাড়া, R1 ও R1M-এর চ্যাসিস থেকে শুরু করে বডিওয়ার্কের বেশিরভাগ অপরিবর্তিত থাকছে।

Yamaha অবশ্য পাওয়ারট্রেনে কোনও আপগ্রেড দেয়নি। বাইক দু'টি আগের মতোই ৯৯৮ সিসির পাওয়ারফুল সিপি৪, ক্রসপ্লেন ক্র্যাঙ্ক, ইন-লাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন দৌড়বে, যা থেকে ২০০ হর্সপাওয়ার ও ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। R1 বেস মডেল হলেও আপডেটের সংখ্যা R1M-এর থেকে বেশি।

বাইকটিতে ফুল অ্যাডজাস্টেবল ৪৩ মিমি কেওয়াইবি ফর্ক, ব্রেম্বো স্টাইলমা ফোর-পিস্টন ক্যালিপার ও ব্রেম্বো মাস্টার সিলিন্ডার রয়েছে। অন্যদিকে, হাই-এন্ড মডেল Yamaha R1M কার্বন বডিওয়ার্কের সঙ্গে অত্যাধুনিক ওহলিন্স সাসপেনশন ও একঝাঁক ইলেকট্রনিক্স ফিচার্স সহযোগে এসেছে।

2025 Yamaha YZR R1 ও YZF R1M প্রথমে আমেরিকায় লঞ্চ হবে। তবে স্ট্রিট লিগ্যাল ভার্সনে ইউরোপে আসবে না। কারণ এটি ইউরো-৬ নির্গমন বিধি পালন করেনি। ভারতেও ইউরোপের স্টাইলে বিএস-৬ চালু থাকার কারণে ফলে এদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম।

Show Full Article
Next Story