প্রযুক্তিতে টাটার বাজিমাত, Tata Altroz CNG এর 5 ফিচার্স Maruti Baleno সিএনজিতে নেই

ইদানিং পরিবেশ দূষণের বাড়বাড়ন্তের কারণে বিকল্প জ্বালানির যানবাহনের চাহিদা আকাশ ছুঁতে চাইছে। পরিবেশ সচেতন এমন বহু মানুষ এই জাতীয় গাড়িই বেছে নিচ্ছেন। যার মধ্যে অন্যতম…

ইদানিং পরিবেশ দূষণের বাড়বাড়ন্তের কারণে বিকল্প জ্বালানির যানবাহনের চাহিদা আকাশ ছুঁতে চাইছে। পরিবেশ সচেতন এমন বহু মানুষ এই জাতীয় গাড়িই বেছে নিচ্ছেন। যার মধ্যে অন্যতম হল সিএনজি জ্বালানির গাড়ি। বর্তমানে মারুতি সুজুকি (Maruti Suzuki), টাটা মোটরস (Tata Motors), এমনকি হুন্ডাই (Hyundai)-ও এক্ষেত্রে যাত্রা শুরু করেছে। এই সেগমেন্টে সম্প্রতি নতুন সদস্য হিসেবে পদার্পণ করেছে Tata Altroz CNG। বাজারে যার মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে Maruti Suzuki Baleno CNG। তবে Altroz CNG-তে এমন বেশকিছু ফিচার আছে, যা Baleno CNG-তে অনুপস্থিত। আজকের এই প্রতিবেদনে টাটা অলট্রোজ সিএনজি-এর সেই পাঁচ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করা হল।

সানরুফ

টাটা অলট্রোজ সিএনজি, ভয়েস অ্যাক্টিভেটেড সানরুফ সমেত হাজির হয়েছে। অর্থাৎ কথা বলেই নিয়ন্ত্রণ করা যাবে এটি। যেখানে Baleno CNG-তে সানরুফের অস্তিত্ব নেই। বর্তমানে মারুতি সুজুকির একটিমাত্র মডেল হিসাবে Brezza-তে সানরুফ রয়েছে। তবে গাড়িতে সানরুফ দেওয়ার ক্ষেত্রে মারুতি সুজুকির সবে হাতেখড়ি হলেও, টাটা কিন্তু এক্ষেত্রে নিজেদের হাত পাকিয়ে ফেলেছে।

টুইন সিএনজি সিলিন্ডার

সিএনজি গাড়িতে সবচেয়ে বড় অসুবিধা হল ছোট বুট স্পেস। কারণ সেখানে সিএনজি সিলিন্ডার, লাগেজ রাখার জন্য বরাদ্দ জায়গায় ভাগ বসায়। মারুতি সুজুকি ব্যালেনো সিএনজি-র ক্ষেত্রেও একই অবস্থা। সিএনজি সিলিন্ডার থাকার কারণে কমেছে লাগেজ রাখার জায়গা। কিন্তু এক্ষেত্রে চমক দেখিয়েছে টাটা। তারা অলট্রোজ গাড়িটিতে সিএনজি ডুয়েল ট্যাঙ্ক ফ্লোরবোর্ডের সাথে প্রতিস্থাপিত করেছে। ফলে মালপত্র রাখার জায়গাও বেশি এতে।

সিএনজি মোডে স্টার্ট নেওয়া

এতদিন বেশিরভাগ সিএনজি গাড়ি চালু করার জন্য প্রয়োজনীয় পেট্রল রাখার পরামর্শ দেওয়া হতো। কিন্তু টাটা মোটরস তাদের Altroz CNG গাড়িতে সিঙ্গেল অ্যাডভান্সড ইসিইউ রেখেছে, যা পেট্রোল এবং সিএনজির মাঝে সুইচ করতে কাজ করে। ফলে প্রথম থেকেই সিএনজি মোডে চালু করা যাবে গাড়িটি।

রেইন সেন্সিং ওয়াইপার

আধুনিক দিনের গাড়িগুলি চালানোর ক্ষেত্রে খুবই সুবিধাজনক। টাটা আবার সেক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। Altroz CNG-তে দেওয়া হয়েছে অটোমেটিক রেইন সেন্সিং ওয়াইপার। বৃষ্টি এলেই নিজে থেকেই সক্রিয় হয়ে গাড়ির কাচ পরিষ্কার করে দেবে ওয়াইপারটি। এই ফিচার Maruti Suzuki Baleno CNG-তে অনুপস্থিত।

ক্রুজ কন্ট্রোল

সর্বশেষ বৈশিষ্ট্যটি হল ক্রুজ কন্ট্রোল। গাড়ি যখন হাইওয়েতে ছোটে তখন পায়ের আরামের জন্য বিশেষ সুবিধা দেয় এই ফিচারটি। ক্রুজ কন্ট্রোল অপশনটি Altroz ও Baleno – উভয় মডেলেই বর্তমান। কিন্তু গাড়ি দুটির সিএনজি ভার্সনের মধ্যে কেবলমাত্র প্রথমটি পেয়েছে এই বৈশিষ্ট্য।