3 মাসের মধ্যে পাঁচটি নতুন মডেল, Karizma সহ আর কী কী বাইক লঞ্চ করবে Hero? দেখে নিন

দেশের বৃহত্তম টু হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) বর্তমানে ভারতে নিজেদের পোর্টফোলিও সম্প্রসারণের পরিকল্পনা...
SUMAN 20 April 2023 8:15 PM IST

দেশের বৃহত্তম টু হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) বর্তমানে ভারতে নিজেদের পোর্টফোলিও সম্প্রসারণের পরিকল্পনা করছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কোম্পানিটি নিদেনপক্ষে পাঁচটি নতুন মডেল বাজারে হাজির করতে চলেছে। এর মধ্যে যেমন পুরোদস্তুর নতুন টু-হুইলার থাকছে, আবার বিদ্যমান কিছু বাইক ও স্কুটারের আপডেট ভার্সনও থাকবে। যদিও এই পরিকল্পনার প্রসঙ্গে এখনও কোনো বিস্তারিত তথ্য জানায়নি হিরো।

আসন্ন মডেলগুলির মধ্যে ২১০ সিসির Hero Karizma থাকতে পারে। এছাড়া আপডেটেড Xtreme 160R, Passion Plus, Glamour এবং ১২৫ সিসির একটি নতুন স্কুটার থাকবে বলে সূত্র মারফত দাবি করা হয়েছে। এই প্রতিবেদনে হিরোর আসন্ন টু-হুইলার সম্পর্কে একটি ধারণা দেওয়া হল।

নতুন Hero Karizma XMR

হিরো সম্প্রতি Karizma XMR ও Karizma XMR 210-এর জন্য ভারতে ট্রেডমার্ক দায়ের করেছে। যা এক সময় বিক্রি বন্ধ হয়ে যাওয়া মোটরসাইকেলটির পুনরায় প্রত্যাবর্তনকে ইঙ্গিত করে। প্রথমটি একটি সেমিফেয়ার্ড ভার্সন এবং দ্বিতীয়টি অধিক শক্তিশালী ফুল-ফেয়ার্ড মডেল হিসেবে আসবে বলে মনে করা হচ্ছে।

Karizma XMR 210 একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে, যাতে থাকছে একটি নতুন ২১০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। এর আউটপুট হতে পারে ২০ বিএইচপি এবং ৩০ এনএম টর্ক। ইঞ্জিনের সাথে থাকছে একটি নতুন ৬-স্পিড গিয়ারবক্স। এটি Xtreme 200S-এর থেকে কিছু ডিজাইন ধার করতে পারে।

2023 Hero Xtreme 160R

Hero Xtreme 160R-এর আপডেটেড মডেলটি বর্তমানে টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাজারে পা রাখতে চলেছে। টেলিস্কোপিক ইউনিটের বদলে এতে থাকছে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। ডিজাইন, ফিচার এবং ইঞ্জিনে কোন পরিবর্তন থাকবে না।

Hero Passion Plus, Glamour এবং একটি নতুন স্কুটার

রিপোর্টের দাবি হিরো এবারে একটি ১০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ তাদের Passion Plus বাইকটি ফিরিয়ে আনবে। এই তালিকায় রয়েছে Glamour এবং একটি নতুন ১২৫ সিসি স্কুটার।

Show Full Article
Next Story