বর্ষায় গাড়ির কাঁচে কুয়াশা জমে যাওয়ায় অসুবিধায় পড়ছেন? এই পদ্ধতিগুলি অনুসরণ করলে সহজেই নিস্তার পাবেন

গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে আজ বর্ষা স্নিক্ত এ দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্রই বৃষ্টি দেবের কৃপাধন্য। বঙ্গোপসাগর ও আরবসাগরে সৃষ্ট একের পর এক নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত…

গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে আজ বর্ষা স্নিক্ত এ দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্রই বৃষ্টি দেবের কৃপাধন্য। বঙ্গোপসাগর ও আরবসাগরে সৃষ্ট একের পর এক নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আসমুদ্র হিমাচল জুড়ে। এমতাবস্থায় ছুটির দিনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে সকলেই উদগ্রীব। অনেকেই চান বৃষ্টির ঝিরিঝিরি শব্দ শুনতে শুনতে ছুটে চলতে অজানার উদ্দেশ্যে। তবে এই বর্ষা যতই কাব্যের জন্ম দিক না কেন প্রবল বর্ষণে গাড়ির সামনের কাঁচ যদি কুয়াশায় ঢেকে যায়, তবে তা অবশ্যই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তবে সমস্যা যখন রয়েছে তখন তার সমাধানও রয়েছে আমাদের কাছে।
চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক সেই সমাধান সূত্র।

১. অনেকেই নিশ্চয়ই ভাবেন গাড়ির উইন্ডশীল্ডের কাছাকাছি থাকা ড্যাশবোর্ডে ওই ভেন্টগুলির কাজ কী? আসলে আজকালকার দিনের সমস্ত আধুনিক বৈশিষ্ট্য যুক্ত গাড়িতে ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম বা HVAC সুইচ থাকে। তাই যখনই এই সুইচটি অন করা হয় তখন ওই ছোট ভেন্ট দিয়ে সরাসরি উইন্ডশীল্ডের গায়ে গিয়ে হাওয়া পৌঁছায় ও তাতে জমে থাকা কুয়াশা খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যায়।

২. সাধারণত যখন বাইরের উষ্ণতার থেকে ভেতরের উষ্ণতার পরিবর্তন হয় তখন গাড়ির সমস্ত কাঁচেই কুয়াশার আস্তরণ পড়ে। এক্ষেত্রে সহজ উপায় হল গাড়িতে থাকা MID কিংবা গুগলের সাহায্যে বাইরের আশেপাশের উষ্ণতা জেনে নিন। রপর তার চেয়ে দু ডিগ্রি কম রাখুন গাড়ির ভেতরের তাপমাত্রা। উদাহরণস্বরূপ, বাইরের তাপমাত্রা ২২ ডিগ্রি সেন্টিগ্রেড হলে আপনার গাড়ির এসির তাপমাত্রা রাখুন ২০ ডিগ্রিতে। আর এতেই কেল্লাফতে।

৩. তামাক শরীরের জন্য ক্ষতিকারক হলেও এর এক অন্য ভাল গুনও আছে। আপনি যদি প্রচন্ড বৃষ্টিপাত যুক্ত স্থানে বসবাস করেন সেক্ষেত্রে গাড়ি নিয়ে বেরোনোর পূর্বে খানিকটা পরিমাণ কাঁচা তামাক হাতে নিয়ে ভালো করে গাড়ির কাঁচের বাইরের অংশে ঘষে দিন। এরপর অন্তত পাঁচ মিনিট ভালোভাবে শুকনোর সময় দিন। এর ফলে গাড়ির কাঁচ ডিঅক্সিডাইজ হয়ে যাওয়ার ফলে তার উপর সহজে জলকণা জমতে পারে না। আর তাই কাঁচ থাকে স্বচ্ছ।

৪. অত্যাধিক বৃষ্টির সময় অবশ্যই খুব ভালো মানের ওয়াইপার ব্লেড গাড়ির কাঁচ স্বচ্ছ রাখতে সাহায্য করে। খেয়াল রাখুন যাতে এই ব্লেডের রবারের অংশ ফেটে না থাকে। সর্বক্ষণ এই ওয়াইপার ব্লেড উইন্ডশীল্ডের উপর থেকে জলকণাকে দূরে সরিয়ে যথেষ্ট পরিমাণে স্বচ্ছ রাখে এই কাঁচকে।

৫. ভালো করে খেয়াল করলে দেখবেন গাড়ির জানালার উপরের অংশে এই ডোর ভাইজারগুলি লাগানো থাকে। এগুলি শুধুমাত্র গাড়ির সৌন্দর্য বর্ধিত করার জন্যই ব্যবহার করা হয় না বরং প্রবল বর্ষণের সময় এগুলি থাকার ফলে বৃষ্টির জলকণা কোনোভাবেই জানলার কাঁচের ফাঁক দিয়ে কেবিনের ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে কেবিনের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে।