Toyota Camry

মাইলেজ দেবে জীবনভর শান্তি! বাজার কাঁপাতে দেশে হাজির টয়োটার দুর্দান্ত গাড়ি

দেশে নতুন গাড়ি লঞ্চ করল Toyota। এদিন প্রকাশ হল নতুন হাইব্রিড সেডান Camry। দুর্দান্ত ডিজাইন, স্মার্ট ফিচার্স এবং পরিবেশ বান্ধব ইঞ্জিন-সহ লঞ্চ হয়েছে এই গাড়ি।

Suvrodeep Chakraborty 12 Dec 2024 1:00 PM IST

ভারতে লঞ্চ হল Toyota Camry। এটি গাড়ির নবম প্রজন্মের মডেল। দেশে কোম্পানির প্রিমিয়াম সেডানগুলির মধ্যে একটি এই গাড়ি। এতে রয়েছে অত্যন্ত জ্বালানি দক্ষ পেট্রল-হাইব্রিড ইঞ্জিন, যা বেশ ভালো মাইলেজের পাশাপাশি কম দূষণ নির্গত করে। এর সঙ্গে গাড়িতে দেওয়া হয়েছে একগুচ্ছ সেফটি ফিচার্স। ইতিমধ্যে গাড়ির ডেলিভারি শুরু করেছে Toyota।

Toyota Camry : ইঞ্জিন স্পেসিফিকেশন

এই মডেলে রয়েছে ২.৫ লিটার পেট্রল ইঞ্জিন, সঙ্গে কোম্পানির পঞ্চম প্রজন্মের হাইব্রিড সিস্টেম। সম্মিলিত ভাবে যা ২৩০ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। হাইব্রিড সেটআপ থাকায় মাইলেজও উন্নত হয়েছে বলে দাবি কোম্পানির। Toyota Camry এর ARAI রেটেড মাইলেজ ২৫.৪৯ কিমি প্রতি লিটার। সঙ্গে রয়েছে eCVT ট্রান্সমিশন।

Toyota Camry : ফিচার্স ও সেফটি

গাড়ির ভিতর রয়েছে ১২.৩ ইঞ্চি ডুয়াল ডিসপ্লে, সম্পূর্ণ নতুন ও আধুনিক ড্যাশবোর্ড, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের জন্য এবং একটি ইনফোটেইনমেন্ট। ইনফোটেইনমেন্ট সিস্টেমে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট রয়েছে। এছাড়া পাওয়া যাবে একটি ৯ স্পিকার JBL সাউন্ড সিস্টেম এবং একটি ১০ ইঞ্চি হেড-আপ ডিসপ্লে।

অন্যদিকে, সেফটির জন্য রয়েছে টয়োটা সেফটি সেন্স ৩.০। এর মধ্যে দেওয়া হয়েছে উন্নত অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS)। মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পথচারী শনাক্তকরণ, রাডার-ভিত্তিক ক্রুজ নিয়ন্ত্রণ, লেন-ট্রেসিং সহায়তা, রাস্তা-চিহ্ন শনাক্তকরণ, ৯টি এয়ারব্যাগ, ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সর এবং একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা।

Toyota Camry : দাম

ভারতে আপডেটেড Toyota Camry গাড়ির দাম ৪৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আগের মডেলের থেকে যা ১.৮৩ লক্ষ টাকা বেশি।

Show Full Article
Next Story