Amitabh Bacchan: 2 কোটির রেঞ্জ রোভার ছেড়ে শাল গায়ে দেশি গাড়িতে বিগ বি! ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল
সমগ্র দেশজুড়ে গাড়িপ্রেমীদের মনে ইতিমধ্যেই ঝড় তুলেছে জনপ্রিয় এসইউভি Mahindra Thar। বিশেষত স্বনামধন্য বেশ কিছু...সমগ্র দেশজুড়ে গাড়িপ্রেমীদের মনে ইতিমধ্যেই ঝড় তুলেছে জনপ্রিয় এসইউভি Mahindra Thar। বিশেষত স্বনামধন্য বেশ কিছু সেলিব্রিটি তাদের গ্যারেজ সুসজ্জিত করেছেন এই এসইউভি দিয়ে। আগামী বছর পাঁচ দরজা বিশিষ্ট থার ভারতের বাজারে পা রাখতে চলেছে। অবশ্য বাজারে উপলব্ধ মডেলটি গ্রাহকদের মধ্যে যথেষ্ট চাহিদা তৈরি করেছে বিগত কয়েক বছরের মধ্যেই। মাহিন্দ্রা থার এর পেশীবহুল ডিজাইন আমাদের সকলেরই নজর কেড়েছে। তবে এবার এর ঝাঁ চকচকে বহিরঙ্গ ছেড়ে মুম্বাইয়ে সবার দৃষ্টির কেন্দ্রে রয়েছে গাড়ির চালক। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, শাল গায়ে মাহিন্দ্রা থার এর ড্রাইভারের আসনে বসে থাকা ব্যক্তিটি আর কেউ নন মহান কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, যিনি বিগ বি নামেই খ্যাত গোটা বিশ্বে। অমিতাভ বচ্চনের মতো ভারতের প্রথম সারির ব্যক্তি মাহিন্দ্রার এই বিখ্যাত গাড়ির চালক হিসাবে দেখতে পাওয়ায় সেই ছবি নিয়ে ইতিমধ্যেই হুলুস্থুল পড়ে গিয়েছে নেটমাধ্যমে। কারণ দু'কোটির রেঞ্জ রোভার গাড়িতেই বেশি দেখতে পাওয়া যায় তাঁকে।
Mahindra Thar চালাচ্ছেন অমিতাভ বচ্চন
প্রসঙ্গত, বিগ বি এর গ্যারেজ পরিক্রমা করলে আপনার চোখে পড়বে কোটি কোটি টাকা দামের পৃথিবী বিখ্যাত সব মডেল। এদের মধ্যে রয়েছে Land Rover Range Rover Autobiography, Bentley Continental GT, Mercedes- Maybach S-Class, Mercedes-Benz V-Class, Mercedes-Benz S-Class, Lexus LX 470, Mercedes-Benz GLS, প্রভৃতি।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো বর্তমানে গাড়িটির মূল্য ভারতে প্রায় ১.০৫ লাখ টাকা বেড়েছে। যদিও মাহিন্দ্রা থার এর সবচেয়ে সস্তার ডিজেল চালিত হার্ড টপ ম্যানুয়াল গিয়ারবক্স যুক্ত ভ্যারিয়েন্টের দাম পূর্বের তুলনায় ৫৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। এই মডেলটি কিন্তু রিয়ার হুইল ড্রাইভ প্রযুক্তির উপর তৈরি। অপরদিকে LX ডিজেল চালিত ম্যানুয়াল হার্ড টপ রিয়ার হুইল ড্রাইভের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার সবচেয়ে বেশি - ১.০৫ লাখ টাকা। এটিই কিন্তু মাহিন্দ্রা থার এর সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদাপূর্ণ মডেল।
বর্তমানে এর ফোর হুইল ড্রাইভ মডেল কিনতে খরচ হবে ১৩.৪৯ লাখ টাকা থেকে ১৬.৭৭ লাখ টাকার মধ্যে। এছাড়াও সম্প্রতি এই সেগমেন্টের পাঁচ দরজা বিশিষ্ট Jimny লঞ্চ করে এক বড়সড় ধামাকা দিয়েছে Maruti Suzuki। সেই কারণেই মাহিন্দ্রা থারের তিন দরজা বিশিষ্ট সংস্করণের পাশাপাশি আরও একটি ৫ দরজার বিশিষ্ট মডেল আনতে চলেছে সংস্থা। যা আগামী বছর লঞ্চ হবে।