রোডিস’ খ্যাত রণবিজয় কিনলেন চোখধাঁধানো বাইক, পেট্রোল না খেয়েই দৌড়য় 307 কিমি!
ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি স্পোর্টস বাইকের প্রতিও পরিবেশ সচেতক ব্যক্তিদের উৎসাহ বাড়তে দেখা যাচ্ছে। ব্যাটারি মডেল...ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি স্পোর্টস বাইকের প্রতিও পরিবেশ সচেতক ব্যক্তিদের উৎসাহ বাড়তে দেখা যাচ্ছে। ব্যাটারি মডেল হওয়া সত্ত্বেও স্টাইলিং ও আউটপুটের সাথে এতে আপোষ করতে হয় না। বর্তমানে ভারতে সংশ্লিষ্ট সেগমেন্টে ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ আল্ট্রাভায়োলেট অটোমোটিভ (Ultraviolette Automotive)-এর F77 স্পোর্টস বাইকটি। সম্প্রতি যার ডেলিভারি নিয়েছেন রিয়ালিটি শো 'রোডিস' খ্যাত টেলিভিশন জগতের জনপ্রিয় সঞ্চালক রণবিজয় সিংহ। তিনি বাইকটির লিমিটেড এডিশনের মডেলেল ১৬তম ইউনিটটি কিনেছেন।
রণবিজয় সিংহ কিনলেন Ultraviolette F77
আল্ট্রাভায়োলেট বাইকটির মিটিয়র গ্রে এবং আফটার বার্নার ইয়েলো কালার স্কিমের মডেলের চাবি রণবিজয়ের হাতে তুলে দিয়েছে। F77-এর মূল্য ৩.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। বৈদ্যুতিক মোটরসাইকেলটি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – স্ট্যান্ডার্ড, রেকন এবং লিমিটেড এডিশন। এদের মূল্য যথাক্রমে ৩.৮০ লক্ষ, ৪.৫৫ লক্ষ ও ৫.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Ultraviolette F77-এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে উপস্থিত ইলেকট্রিক মোটর থেকে সর্বোচ্চ ৩৬ এইচপি শক্তি এবং রেকন ট্রিমে ৩৮ এইচপি শক্তি উৎপন্ন হয়। আবার টপ-স্পেক লিমিটেড এডিশন ভ্যারিয়েন্টের ক্ষমতা ৪০ এইচপি। ৭.৮ সেকেন্ডে বাইকটি ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সক্ষম।
শক্তির উৎস হিসেবে Ultraviolette F77-তে উপস্থিত একটি ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। আইডিসি শংসাপত্র প্রাপ্ত এই ব্যাটারি ফুল চার্জে ৩০৭ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি সংস্থার। স্ট্যান্ডার্ড এবং রেকন ভ্যারিয়েন্টে রয়েছে যথাক্রমে ৭.১ কিলোওয়াট আওয়ার ও ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এদের রেঞ্জ যথাক্রমে ২০৬ কিলোমিটার ও ৩০৭ কিলোমিটার। ফিচার হিসেবে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি সমেত একটি ৫.০ ইঞ্চি টিএফটি, অল-এলইডি লাইটিং, প্রিলোড অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং অ্যাডাপ্টিভ ড্যাশ লাইটিং।