Flying Car: রাস্তায় ছুটবে, আকাশেও উড়বে! 2025 সালেই উড়ন্ত গাড়ি কেনার স্বপ্নপূরণ

কল্পবিজ্ঞানের চলচ্চিত্রে দেখানো উড়ন্ত গাড়ির স্বপ্নে বিভোর নয়, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর।আবার যানজটপূর্ণ রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে থেকে হাপিত্যেশ করার ক্ষেত্রেও এই জাতীয়…

কল্পবিজ্ঞানের চলচ্চিত্রে দেখানো উড়ন্ত গাড়ির স্বপ্নে বিভোর নয়, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর।আবার যানজটপূর্ণ রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে থেকে হাপিত্যেশ করার ক্ষেত্রেও এই জাতীয় গাড়ির জুড়ি মেলা ভার। সময়ের আগেই তাই গন্তব্যে পৌঁছে দিতে মার্কিন সংস্থা আলেফ (Alef) নিয়ে আসছে ফ্লাইং কার। ইতিমধ্যেই সংস্থাটি ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA-এর থেকে তাদের এই উড়ন্ত গাড়ির টেস্টিং শুরু করার ছাড়পত্র পেয়েছে। ফলে এবারে আলেফ গগন যানটিকে রাস্তায় এবং আকাশে উড়িয়ে দেখতে পারবে তারা।

Model A আনছে Alef

উল্লেখ্য, আমেরিকা তো বটেই এমনকি গোটা বিশ্বেই এই প্রথম কোন ইলেকট্রিক ভার্টিকাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা eVTOL আকাশে ওড়ানোর সবুজ সংকেত পেল। এই গগন যানটির নামকরণ করা হয়েছে – Model A। আকাশে ওড়ার পাশাপাশি রাস্তাতে চলতেও সক্ষম এটি। ড্রোনের মত এটি স্থির অবস্থা থেকে সোজাসুজি উড়তে এবং খাড়া ভাবে ল্যান্ড করতে পারবে। এসে থাকতেও পারদর্শী এই অন্তরীক্ষ। ব্যাটারিতে ফুল চার্জ থাকলে রাস্তায় ৩২০ কিলোমিটার এবং আকাশে ১৮০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি সংস্থার।

শুনলে অবাক হতে হয়, যে “মডেল এ”-তে ওড়ার জন্য কোন পাখা নেই। শক্তি জোগাতে দেওয়া হয়েছে কয়েকটি প্রপেলার। আকাশে এটি ককপিটের চতুর্দিকে ৯০ ডিগ্রী পর্যন্ত ঘুরতে পারবে। গাড়িটির দাম ৩,০০,০০০ ডলার বা প্রায় ২.৪৫ কোটি টাকা ধার্য করেছে আলেফ। ইতিমধ্যেই অগ্রিম বুকিং নেওয়া শুরু হয়েছে। যার জন্য প্রয়োজন ১,৫০০ ডলার বা প্রায় ১.২২ লক্ষ টাকা।

২০২৫ থেকে মডেল এ-কে বাজারে আনার পরিকল্পনা করছে আলেফ। কনসেপ্ট মডেলের সাথে চূড়ান্ত ভার্সনের কতটা সামঞ্জস্য রাখতে পারবে, তা সংস্থার কাছে একটি বড় চ্যালেঞ্জ। ফা-এর থেকে পাওয়া ছাড়পত্র গাড়িটিকে কেবলমাত্র একটি নির্দিষ্ট স্থানে উড়িয়ে দেখার অনুমতি দেয়। সেখানে উত্তীর্ণ হলেই দেশের যে কোন জায়গায় পরিষেবা প্রদানের জন্য সবুজ সংকেত দেওয়া হবে। আবার আলেফ বর্তমানে Model Z নামক চার আসন সংখ্যা বিশিষ্ট আরও একটি উড়ন্ত গাড়ির উপর কাজ করছে। যেটি ২০৩৫ এ লঞ্চ করা হবে।