Amazon Autos

গাড়ি বিক্রির ব্যবসায় নামল অ্যামাজন, অনলাইনে অর্ডার দিলেই পাবেন বাড়ির দোরগোড়ায়

অনলাইন গাড়ি বিক্রি পরিষেবায় প্রবেশ করল Amazon। এদিন নতুন শাখা Amazon Autos লঞ্চ করল সংস্থাটি। বাড়ি বসেই অর্ডার করা যাবে ব্র্যান্ড নিউ চার চাকা।

Suvrodeep Chakraborty 13 Dec 2024 2:11 PM IST

জামা, ইলেক্ট্রনিক্স, গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স, মুদি সামগ্রীর পর এবার কেনা যাবে আস্ত একটি গাড়ি। নয়া পরিষেবা শুরু করল Amazon। এদিন অনলাইন গাড়ি বিক্রি সেক্টরে প্রবেশ করল সংস্থা। এর জন্য আলাদা করে Amazon Autos নামে নতুন শাখা খোলা হয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্টটির তরফে।

এই উদ্ভাবনী ব্যবসায়িক মডেলের মাধ্যমে গ্রাহকরা নতুন গাড়ি সার্চ, নির্বাচন এবং কিনতে পারবেন। পরিষেবাটি বর্তমানে আমেরিকার আটলান্টা, বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্ক-সহ ৪৮টি শহরে চালু করা হয়েছে। সংস্থার দাবি, ২০২৫ সালে আরও বেশ কিছু শহর যুক্ত করা হবে। এর জন্য একাধিক অটো প্রস্তুতকারকদের সাথে অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।

Amazon- এ কেনা যাবে গাড়ি

অ্যামাজন ই-কমার্স ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে চালু করা হয়েছে অ্যামাজন অটোস। প্ল্যাটফর্মটি ক্রেতাদের ডিলারদের কাছ থেকে গাড়ির মডেল, ভ্যারিয়েন্ট, রঙ এবং বৈশিষ্ট্য দ্বারা তাদের অনুসন্ধান ফিল্টার করার সুবিধা দেবে। এমনকী, অ্যামাজন অটোস সাইটের মাধ্যমে ইলেকট্রনিকভাবে অর্থায়ন এবং সম্পূর্ণ কাগজপত্র সুরক্ষিত করতে পারবেন। একবার পেমেন্ট হয়ে গেলে, তারা ডিলারশিপ থেকে তাদের নতুন গাড়ির জন্য পিক-আপের সময় নির্ধারণ করতে পারবেন।

শুধুমাত্র নতুন গাড়ি বেচবে Amazon Autos

সংস্থার দাবি, এই প্ল্যাটফর্মে শুধুমাত্র নতুন গাড়ি বিক্রি করা হবে। যখন গাড়িগুলি Amazon Autos-এ তালিকাভুক্ত হবে তখন স্থানীয় ডিলার, রেকর্ডের বিক্রেতা হিসাবে স্বীকৃত করবেন। ট্রেড-ইন পরিষেবাও পাওয়া যাবে। অটোট্রেডার, কারভানা এবং কারম্যাক্সের মতো অনলাইন গাড়ি প্ল্যাটফর্ম যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি লেনদেন করে, সেখানে অ্যামাজন অটো শুধুমাত্র নতুন গাড়ি অফার করবে। এছাড়া, আগামী বছর লিজিং এবং সম্প্রসারিত অর্থায়ন বিকল্পগুলি চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে অ্যামাজন।

Show Full Article
Next Story