অত্যাধুনিক বৈদ্যুতিক দু'চাকা ও তিন চাকা গাড়ি নিয়ে এল Greaves, দেখলে চোখ লেগে থাকবে
সাম্প্রতিককালে ভারত সহ বিশ্বের বাজারে ইলেকট্রিক ভেইকেলের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে এই সেগমেন্টে বিশ্বের নামিদামি গাড়ি...সাম্প্রতিককালে ভারত সহ বিশ্বের বাজারে ইলেকট্রিক ভেইকেলের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে এই সেগমেন্টে বিশ্বের নামিদামি গাড়ি নির্মাতা এসে ভিড় জমিয়েছে। তেমনিই এক সংস্থা Greaves Cotton বৈদ্যুতিক যানবাহনের জগতে ঝড় তোলার বার্তা দিল। হালে অটো এক্সপোতে হরেক রকম ইলেকট্রিক টু-হুইলার ও থ্রি-হুইলার প্রদর্শন করেছে। এর পাশাপাশি আগামীতে তারা বৈদ্যুতিক গাড়ির নির্মাণ কার্যে ব্যবহৃত যন্ত্রাংশ উৎপাদনের ক্ষেত্রেও নিজেদের পদযাত্রার শুভারম্ভ করতে চলেছে। এর মধ্যে রয়েছে মটর কন্ট্রোলার, ইন্টিগ্রেশন সফটওয়্যার ইত্যাদি।
ব্যাটারি চালিত টু-হুইলার এর পোর্টফোলিওতে সংযোজিত নতুন মডেলটি হল Ampere Primus। সাধারণত আধুনিক কমিউটার সেগমেন্টের শ্রেণীতে এই দ্বিচাকাটি অন্তর্ভুক্ত করা যায়। এমনকি উচ্চ গতি এবং উন্নত প্রযুক্তির সহ নিত্যনতুন স্টাইলিং এতে প্রত্যক্ষ করা যাবে। আবার পারফরম্যান্সের নিরিখে এটি ৫ সেকেন্ডে ০ থেকে ১৪০ কিমি প্রতি ঘন্টা গতিবেগ অর্জন করতে সক্ষম। সর্বোচ্চ ৭৭ কিমি/ঘন্টা গতিবেগ রয়েছে এর। ৪ কিলোওয়াট ক্ষমতাযুক্ত বৈদ্যুতিক মোটর এই স্কুটারটিকে চলার শক্তি প্রদান করবে।
এছাড়া এতে রয়েছে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, যা প্রতি চার্জে প্রায় ১০০ কিমি যাত্রা করতে সাহায্য করবে। উপরন্তু ইকো,সিটি ,পাওয়ার ও রিভার্স এই চারটি মোড স্কুটারটিতে উপলব্ধ রয়েছে। সংস্থাটির দাবি অনুযায়ী ভবিষ্যতে ব্লুটুথ কানেক্টিভিটি ,নেভিগেশন এবং ফোন অ্যাপের পরিষেবা যুক্ত করে আরো আকর্ষণীয় করে তোলা হবে এই ইলেকট্রিক স্কুটারকে। আপাতত হিমালয়ান হোয়াইট, রয়্যাল অরেঞ্জ ,হেভলক ব্লু এবং বাক ব্ল্যাক এই চারটি রঙে মডেলটি ধরা দেবে।
Ampere Primus ছাড়াও স্টলের নজর কাড়তে হাজির ছিল একটি আইওটি (IoT) কানেক্টিভিটি যুক্ত স্টাইলিশ স্কুটার। যেটি Ampere NXG নামে অভিহিত করা হয়েছে। অপরদিকে আছে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য একটি দৃঢ় ও সংযুক্ত স্কুটারের উপর থেকেও পর্দা সরিয়েছে তারা। যার নাম Ampere NXU।
অটো এক্সপোর ২০২৩ সংস্করণে সংস্থাটি বৈদ্যুতিক তিন চাকার কয়েকটি মডেল প্রকাশ্যে এনেছে। এর মধ্যে প্রথমেই রয়েছে একটি ইলেকট্রিক প্যাসেঞ্জার থ্রি-হুইলার, যার নাম Greaves ELP। আবার ELC নামের একটি ইলেকট্রিক কার্গো থ্রি-হুইলারও এনেছে গ্রিভস। এর পাশাপাশি এখানে রয়েছে আরোও একটি কার্গো ভেহিকেলে কনসেপ্ট, Greaves Aero Vision, যা দক্ষতা এবং পারফরম্যান্সের বিচারে কার্গো মোবিলিটি সেগমেন্টের নতুন দিগন্ত খুলবে বলেই মত বিশেষজ্ঞ মহলের।
ভারতে ইভি ইকো সিস্টেমকে চাঙ্গা করার জন্য গ্রিভস ১৫০০ কোটি টাকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত চারটি ক্ষেত্রে লগ্নি হবে। তালিকার শীর্ষে রয়েছে ইলেকট্রিক টু-হুইলারের অ্যাম্পিয়ার রেঞ্জ। অর্থ অবশ্য থ্রি-হুইলার, মোটর এবং যন্ত্রাংশ এমনকি সংস্থার আর্থিক বৃদ্ধির জন্যও বরাদ্দ হবে।
বর্তমানে Greaves-র হাতে রয়েছে ১৫টির বেশি ইলেকট্রিক ভেহিকেল বিক্রয়কারী মাল্টি ব্র্যান্ড স্টোর । সমগ্র ভারতে বৈদ্যুতিক গাড়ির জন্য আর্থিক পরিকাঠামো সজ্জিত করেছে তারা। গ্রিভস জানিয়েছে, তাদের তৈরি ব্যাটারি চালিত যানবাহন গুলির গ্রাহকরা সম্মিলিতভাবে প্রায় ১.৩ বিলিয়ন কিলোমিটারের অতিরিক্ত রাস্তা ভ্রমণ করেছেন এবং এর ফলে ৩৫ মিলিয়ন লিটার জ্বালানি সাশ্রয় সম্ভব হয়েছে।