সেরা প্রযুক্তি ও ফিচার্সের মেলবন্ধনে পাঁচ নতুন EV-র অভিষেক ঘটাতে চলেছে Ampere

এ বছর শেষ হতে চললো। আর ২০২৩-এর প্রথম মাসেই অনুষ্ঠিত হতে চলেছে অটো এক্সপো। যেখানে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি তাদের নতুন...
SUMAN 9 Dec 2022 5:55 PM IST

এ বছর শেষ হতে চললো। আর ২০২৩-এর প্রথম মাসেই অনুষ্ঠিত হতে চলেছে অটো এক্সপো। যেখানে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি তাদের নতুন গাড়ির সম্ভার নিয়ে হাজির হবে। তেমনই দেশীয় সংস্থা গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি (Greaves Electric Mobility) একসাথে তাদের পাঁচটি মডেলের ঝলক দেখাবে। সূত্রের খবর, এদের অধীনস্থ ইলেকট্রিক টু হুইলার ব্র্যান্ড অ্যাম্পিয়ার ইলেকট্রিক (Ampere Electric)-এর হাত ধরে এই উন্মোচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

সংস্থাটি এদেশে তাদের পাঁচটি নতুন ইলেকট্রিক টু এবং থ্রি হুইলার লঞ্চ করবে। ১৩-১৮ জানুয়ারি গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্ট-এ সেগুলি জনসমক্ষে আসবে। একটি প্রেস বিবৃতি প্রকাশ করে অ্যাম্পিয়ার জানিয়েছে, তাদের এই ব্যাটারি পরিচালিত দুই ও তিন চাকার গাড়িগুলির ডিজাইন হিউমানাইজিং টেকনোলজি থিম থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। যা কিনা সর্বোত্তম প্রযুক্তি এবং নিরাপত্তা দেবে।

নতুন রেঞ্জের মধ্যে একটি সম্পূর্ণ নতুন ইলেকট্রিক স্কুটার রয়েছে যা প্রিমিয়াম ডিজাইন সহ আসবে। আবার কোম্পানি জানিয়েছে তাদের তিন চাকার গাড়িগুলিতে থাকবে পরবর্তী প্রজন্মের এরো কার্যকরী কার্গো থ্রি হুইলারের নমুনা। প্রসঙ্গে অ্যাম্পিয়ারের বক্তব্য, “প্রতিটি পণ্য কোম্পানির মেক-ইন-ইন্ডিয়া লক্ষ্যকে বাস্তবায়িত করে তুলবে। দেশীয়ভাবে উৎপাদিত পণ্যগুলির সাথে উচ্চমাত্রার স্থানীয়করণ ঘটানো হয়েছে।”

প্রসঙ্গত, সরকারি ওয়েবসাইট বাহন সূত্রে খবর, এবছর অক্টোবরে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটির অধীনস্ত অ্যাম্পিয়ার ভারতে মোট ৯,১৭৩ ইউনিট টু-হুইলার বিক্রি করতে সক্ষম হয়েছিল। নভেম্বরে বিক্রিতে দেখা যায় আরও চমক। বেচাকেনার পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১,৬৭১ ইউনিটে।

Show Full Article
Next Story