ব্যবসা বাড়াতে পশ্চিমবঙ্গে নজর, Ampere এ রাজ্যে ইলেকট্রিক স্কুটারের নতুন শোরুম খুলল

গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি (Greaves Electric Mobility)-র ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড অ্যাম্পিয়ার (Ampere) ব্যবসা বাড়াতে...
SUMAN 7 Sept 2022 7:08 PM IST

গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি (Greaves Electric Mobility)-র ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড অ্যাম্পিয়ার (Ampere) ব্যবসা বাড়াতে এবার পশ্চিমবঙ্গকে পাখির চোখ করছে। সংস্থাটি এদিন শিলিগুড়িতে তাদের নতুন শোরুমের ফিতে কেটে উদ্বোধন করেছে। নয়া ডিলারশিপ খোলা নিয়ে সংস্থার জোনাল হেড শঙ্কর রায় বলেন, শিলিগুড়িবাসীর জন্য তাদের প্রতিটি বৈদ্যুতিক স্কুটারের মডেলই থাকবে সেখানে।

অ্যাম্পিয়ারের নয়া শোরুমটি থ্রিএস ক্যাটাগরির, অর্থাৎ এখান থেকে সেলস এন্ড সার্ভিস সহ মেরামত এবং স্কুটারের বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যাবে। ঠিকানা ঝংকার মোড়, এসএমডাব্লুউ ওয়ার্ড নম্বর ৭, শিলিগুড়ি — ৭৩৪০০১। উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত এই শহরে নতুন রিটেল স্টোর খোলার ফলে রাজ্যে তাদের ভিত আরও মজবুত হবে বলেই মনে করছে অ্যাম্পিয়ার।

এই প্রসঙ্গে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটির সিইও এবং কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় বেহল বলেন, “শিলিগুড়িতে আমাদের নতুন ডিলারশিপ উদ্বোধনের কথা ঘোষণা করতে পেরে আমরা উচ্ছ্বসিত। পশ্চিমবঙ্গ গ্রীভসের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এমনকি সমগ্র দার্জিলিং জেলার জন্য নতুন ডিলারশিপ দ্বিতীয় পর্যায়ের নেটওয়ার্ক হিসেবে পরিষেবা দেবে। এছাড়া পার্শ্ববর্তী ছোট শহরগুলির সাথেও সংযোগ স্থাপন করবে এটি। এখান থেকে বৈদ্যুতিক গাড়িপ্রেমীরা টু-হুইলার কেনার সেরা অভিজ্ঞতা পাবেন।”

প্রসঙ্গত, অ্যাম্পিয়ারের ঝুলিতে বর্তমানে দুটি ইলেকট্রিক স্কুটার রয়েছে – Magnus EX ও REO। এই মডেল দুটির দাম যথাক্রমে ৭৭,২৪৯ টাকা এবং ৪৫,৫২০ টাকা (এক্স-শোরুম)।  আগস্টে বিক্রির নিরিখে তারা এখন দেশের চতুর্থ বৃহত্তম ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড। এদেশে তাদের ৪০০-র বেশি অনুমোদনপ্রাপ্ত সেলস অ্যান্ড সার্ভিস আউটলেট রয়েছে। উল্লেখ্য, Magnus EX মডেলটি হালে ফ্লিপকার্টেও লঞ্চ হয়েছে।

Show Full Article
Next Story