Ampere এর ইলেকট্রিক স্কুটারের চাহিদা সর্বত্র, নতুন শোরুম খুলল সংস্থা

বিগত ক'মাসে উত্থান চোখ ধাঁধানো। বিক্রির হিসাবে অ্যাম্পিয়ার ইলেকট্রিক (Ampere Electric) এখন দেশের দ্বিতীয় বৃহত্তম...
techgup 1 Aug 2022 5:55 PM IST

বিগত ক'মাসে উত্থান চোখ ধাঁধানো। বিক্রির হিসাবে অ্যাম্পিয়ার ইলেকট্রিক (Ampere Electric) এখন দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদ্যুতিক স্কুটার নির্মাতা‌। হিরো ইলেকট্রিক এবং ওলার মতো ধুরন্ধর প্রতিপক্ষকেও টেক্কা দিচ্ছে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি (Greaves Electric Mobility)-এর এই ই-স্কুটার ব্র্যান্ড। ক্রেতা টানতে এবার লক্ষ্মী মোটর্সের সাথে হাত মিলিয়ে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে নতুন ডিলারশিপ খুলল তারা। অ্যাম্পিয়ার সূত্রে জানানো হয়েছে, কুর্নুলে অবস্থান মজবুত করাই তাদের অন্যতম লক্ষ্য।

রায়লসীমা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক ম্যানেজার এম সূর্য প্রকাশ নতুন ডিলারশিপের উদ্বোধন করেন। উল্লেখ্য, ব্যাটারি চালিত দু'চাকার জগতে দীর্ঘ ১৪ বছর ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে অ্যাম্পিয়ারের। ২০১৮ সালে গ্রীভস গোষ্ঠীর অধীনে আসে তারা। আবার ১৩ বছর ধরে বৈদ্যুতিক যানবাহনের নকশা, প্রযুক্তি, এবং উৎপাদন ক্ষেত্রে কাজ করছে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি।

২০২০ সালে বেস্টওয়ে ও আগের বছর এমএলআর অটো অধিগ্রহণ করে দেশের ইলেকট্রিক থ্রি-হুইলার বাজারে পায়ের তলার মাটি আরও শক্ত করতে সক্ষম হয়েছে তারা। কুর্নুলের নতুন শোরুমে অ্যাম্পিয়ারের সমস্ত ব্যাটারি পরিচালিত স্কুটার প্রদর্শনের জন্য রাখা হবে‌। পছন্দসই হাই স্পিড বা লো স্পিড (ঘন্টা প্রতি ২৫ কিমি টপ স্পিড) মডেল বুক করে বাড়ি নিয়ে যেতে পারবেন গ্রাহকরা। উল্লেখ্য, দেশজুড়ে চারশোর বেশি অথোরাইজড সেলস ও সার্ভিস আউটলেট রয়েছে অ্যাম্পিয়ারের।

নতুন ডিলারশিপ উদ্বোধন প্রসঙ্গে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটির সিইও এবং এগজিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় বহেল বলেন, "আমরা কুর্নুলে নতুন ডিলারশিপ স্টোর লঞ্চ করতে পেরে যথেষ্ট উচ্ছ্বাসিত। অন্ধ্রপ্রদেশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার এবং এই নতুন স্টোরটি কুর্নুল জেলা সংলগ্ন সমস্ত জায়গায় আমাদের নেটওয়ার্ককে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে পারবে।"

Show Full Article
Next Story