শুরু হল Ampere Nexus ইলেকট্রিক স্কুটির ডেলিভারি, এক চার্জে নিয়ে যাবে 136 কিমি

ভারতে Ampere Nexus ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হল। অ্যাম্পিয়ার ইলেকট্রিক (Ampere Electric) সর্বপ্রথম বেঙ্গালুরুতে...
SUMAN 7 Jun 2024 8:08 PM IST

ভারতে Ampere Nexus ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হল। অ্যাম্পিয়ার ইলেকট্রিক (Ampere Electric) সর্বপ্রথম বেঙ্গালুরুতে তাদের এই ব্যাটারি চালিত স্কুটির ডেলিভারি চালু করেছে। পরবর্তীতে দেশের অন্যান্য অঞ্চলে ইলেকট্রিক স্কুটার পৌঁছানোর কাজ চালু করবে বলে আশ্বস্ত করেছে সংস্থা। এপ্রিলে এই প্রিমিয়াম মডেলটি লঞ্চ হয়েছিল। সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি Ampere Nexus।

Ampere Nexus-এর ডেলিভারি শুরু হল

Ampere Nexus ভারতের দুই ভ্যারিয়েন্টে বিক্রি করা হয় – EX ও ST। দ্বিতীয়টি হচ্ছে স্কুটারটির টপ স্পেক ভার্সন। Ampere Nexus EX ১.১০ লাখ টাকা ইন্ট্রোডাক্টরি মূল্যে লঞ্চ হলেও বর্তমানে এটি কিনতে খরচ পড়ে ১.২০ লাখ টাকা (এক্স-শোরুম)। যেখানে Ampere Nexus ST-র মূল্য ১.২০ লাখ থেকে বাড়িয়ে ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম) করা হয়েছে।

Ampere Nexus ST-তে উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে রয়েছে একটি ৭-ইঞ্চি টিএফটি ডিসপ্লে। যেখানে EX ভ্যারিয়েন্টে আছে একটি ৬.২ ইঞ্চি PMVA স্ক্রিন। এই ডিসপ্লেতে উপলব্ধ ব্লুটুথ কানেক্টিভিটি ও ৫টি রাইডিং মোড – Eco, City, Power, Limp Home ও Reverse। রয়েছে হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন ও রিয়ার ডুয়েল শক অ্যাবজর্বার। ১২ ইঞ্চি অ্যালয় হুইলের সাথে সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক বর্তমান।

প্রসঙ্গত, Ampere Nexus-এ শক্তির উৎস হিসেবে রয়েছে একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা থেকে সর্বোচ্চ ১৩৬ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। একটি ১৫ অ্যাম্পিয়ার চার্জার দ্বারা ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৩.৩ ঘন্টা। আবার ২৫ অ্যাম্পিয়ার চার্জার কেনার অপশন রয়েছে। দুই ভ্যারিয়েন্টে রয়েছে দু’ধরনের ইলেকট্রিক মোটর। একটি ৩.৩ কিলোওয়াট ও অপরটি ৪.০ কিলোওয়াট। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৯৩ কিলোমিটার।

Show Full Article
Next Story