Ampere NXG: স্কুটারে চাপবে গোটা পরিবার! ঘোষণা হল অ্যাম্পিয়ার এনএক্সজি-র লঞ্চ ডেট

অ্যাম্পিয়ার ইলেকট্রিক (Ampere Electric) বিগত কয়েক মাস ধরে তাদের একটি অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটারের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। সংস্থার তরফে সেই মডেলটির সাংকেতিক নাম রাখা হয়েছিল NXG। এবার…

অ্যাম্পিয়ার ইলেকট্রিক (Ampere Electric) বিগত কয়েক মাস ধরে তাদের একটি অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটারের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। সংস্থার তরফে সেই মডেলটির সাংকেতিক নাম রাখা হয়েছিল NXG। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী 30 এপ্রিল ইলেকট্রিক স্কুটারটির লঞ্চের দিন হিসাবে বেছে নিয়েছে কোম্পানি। সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে Ampere NXG। হতে চলেছে সংস্থার সবচেয়ে প্রিমিয়াম মডেল।

Ampere NXG ভারতে আসছে 30 এপ্রিল

কোম্পানি Ampere NXG-এর নামকরণ করতে পারে Nexus। কারণ এই নামের জন্য কিছু মাস আগেই ট্রেডমার্ক দায়ের করা হয়েছিল। টেস্টিং চলাকালীন ছবি থেকে মডেলটির বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জানা গেছে। ডিজাইনগত দিক থেকে NXG আগাগোড়া একটি ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার। সে কারণে এতে ছিমছাম নকশা দেওয়া হয়েছে।

আকার আকৃতিতে বড় হওয়ার কারণে Ampere NXG-তে মিলবে লম্বা সিট। আবার এর ফুটবোর্ডটি বেশ লম্বা চওড়া। সিটের যা আয়তন তাতে করে দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ ভালোভাবে বসতে পারবেন। উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে মিলবে অল এলইডি লাইট, টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং নেভিগেশন।

আন্ডারবোন ফ্রেমের ওপর ভিত্তি করে আসবে এই ইলেকট্রিক স্কুটার। Ampere NXG-তে রয়েছে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টুইন শক রিয়ার অ্যাবজর্বার, 12 ইঞ্চি অ্যালয় হুইল এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক। বাজারে উপলব্ধ Ather Rizta ও Ola S1 X-কে টেক্কা দিতেই অ্যাম্পিয়ার বাজারে আনছে এই ই-স্কুটি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন