Ampere Primus: এক বিন্দু পেট্রল ছাড়াই যাবে 100 কিমি, নয়া হাই-স্পিড ই-স্কুটারের বুকিং মাত্র 499 টাকায়
গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি (Greaves Electric Mobility) ভারতের বাজারে হাজির করল তাদের নতুন উচ্চগতির বৈদ্যুতিক স্কুটার –...গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি (Greaves Electric Mobility) ভারতের বাজারে হাজির করল তাদের নতুন উচ্চগতির বৈদ্যুতিক স্কুটার – Ampere Primus। যার দাম ১,০৯,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং সমস্ত ডিলারশিপ থেকে মাত্র ৪৯৯ টাকায় ই-স্কুটারটি বুকিং করা যাচ্ছে। । চলুন অ্যাম্পিয়ার প্রাইমাস-এর খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Greaves Ampere Primus কালার, ব্যাটারি ও রেঞ্জ
নতুন ইলেকট্রিক স্কুটার অ্যাম্পিয়ার প্রাইমাস চারটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় – হিমালয়ান হোয়াইট, হ্যাভলক ব্লু, বাক ব্ল্যাক এবং রয়্যাল অরেঞ্জ। এতে রয়েছে স্মার্ট বিএমএস সহ একটি ৩ কিলোওয়াট আওয়ার এলপিএফ ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জে পাওয়ার মোডে ১০০ কিলোমিটার রেঞ্জ অফার করবে। তবে ইকো মোডে রেঞ্জের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে সংস্থা।
স্কুটারটিতে গতি প্রদান করতে দেওয়া হয়েছে একটি ৪ কিলোওয়াট পিএমএস মোটর। যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭৭ কিলোমিটার। এটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৫ সেকেন্ডের কম সময়ে তুলতে সক্ষম বলে দাবি করেছে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি।
Greaves Ampere Primus
গ্রীভস অ্যাম্পিয়ার প্রাইমাস-এ উপলব্ধ চারটি রাইডিং মোড – ইকো, সিটি, পাওয়ার এবং রিভার্স। এছাড়া রয়েছে স্মার্টফোন অ্যাপ সহ নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি। স্কুটারটির সম্পর্কে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটির প্রধান কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় বহেল বলেন, “Primus অ্যাম্পিয়ারের একটি ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার। এটি যে কোনো ভারতীয় পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে সক্ষম।”
তিনি যোগ করেন, “অতি চিন্তাভাবনা করে নির্মিত সাশ্রয়ী মূল্যের প্রাইমাস আধুনিক কমিউটার সেগমেন্টে একটি আবেদনময়ী মডেল। প্রাইমাস যে কেবল অ্যাম্পিয়ারের লাস্ট মাইল মোবিলিটি ক্ষেত্রটিকে জোরদার করেছে তাই নয়, পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের স্কুটারের পোর্টফোলিওর সম্প্রসারণ ঘটিয়েছে।”