নতুন প্রজন্মকে লক্ষ্য করে দুর্দান্ত ই-স্কুটার আনছে Ampere, নাম হতে পারে Nexus
গ্রীভস ইলেকট্রিকের বৈদ্যুতিক টু হুইলার তৈরির শাখা অ্যাম্পিয়ার (Ampere) ভারতে একটি আধুনিক ডিজাইনের ব্যাটারি স্কুটার...গ্রীভস ইলেকট্রিকের বৈদ্যুতিক টু হুইলার তৈরির শাখা অ্যাম্পিয়ার (Ampere) ভারতে একটি আধুনিক ডিজাইনের ব্যাটারি স্কুটার আনছে। সম্প্রতি সংস্থা এদেশে Aspirus ও Nexus – নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। ইলেকট্রিক স্কুটার আনার প্রস্তুতি চলাকালীন অ্যাম্পিয়ারের এই ট্রেডমার্কের দায়ের করা বিশেষ ইঙ্গিত পূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Ampere আনছে নতুন ইলেকট্রিক স্কুটার
2023 Auto Expo-তে প্রদর্শিত NXG ই-স্কুটার কনসেপ্টের উপর ভিত্তি করে এটি আসবে বলে দাবি রিপোর্টে। আসন্ন এই নয়া মডেলের নামকরণ করা হতে পারে – Ampere Nexus। সম্প্রতি ইলেকট্রিক স্কুটারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রাইডিং সমাপ্ত করেছে অ্যাম্পিয়ার।
আপকামিং মডেলটির জন্য সংস্থা ‘NEX big thing’ -এর হ্যাশ ট্যাগ ব্যবহার করেছে। বর্তমানে Primus স্কুটারটি ফ্ল্যাগশিপ মডেল হিসেবে বিক্রি করে সংস্থা। NXG ভিত্তিক ইলেকট্রিক স্কুটারটি Primus-এর উপরে স্থান পাবে বলেই আশা করা হচ্ছে।
Ampere Nexus-এ গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে থাকছে, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অল এলইডি লাইটিং, একটি ফ্রন্ট ডিস্ক ব্রেক, কানেক্টেড টেক ইত্যাদি। এখানে জানিয়ে রাখি, ট্রেডমার্ক দায়ের করা মানেই যে আসন্ন প্রোডাক্টে সেই নাম ব্যবহার করা হবে তেমনটি নাও হতে পারে। লঞ্চের পরই মডেলটির প্রসঙ্গে বিস্তারিত বলা সম্ভব।