Tata এর মতো প্রতিদ্বন্দ্বী পাওয়া সৌভাগ্যের, সর্বদা অনুপ্রাণিত হচ্ছি আমরা, প্রশংসায় পঞ্চমুখ Anand Mahindra
তা সে যাত্রী হোক, অথবা বাণিজ্যিক, সব ধরনের গাড়ির বাজারে প্রধান দুই প্রতিপক্ষ হল টাটা (Tata) ও মাহিন্দ্রা (Mahindra)।...তা সে যাত্রী হোক, অথবা বাণিজ্যিক, সব ধরনের গাড়ির বাজারে প্রধান দুই প্রতিপক্ষ হল টাটা (Tata) ও মাহিন্দ্রা (Mahindra)। কয়েক দশক ধরে দেশীয় সংস্থা দুটির মধ্যে রেষারেষির পালা চলে আসছে। বিনা যুদ্ধে কেউ কাউকে সূচ্যগ্র মেদিনী দিতেও নারাজ। কোনো একটি সংস্থা নতুন কোনো গাড়ি বাজারে হাজির করার কিয়ৎকালের মধ্যেই অপরকেও নিজেদের সেই একই সেগমেন্টের মডেল নিয়ে উপস্থিত হতে দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সাব কম্প্যাক্ট Mahindra XUV300-এর সাথে টক্কর চলে Tata Nexon-এর। আবার Tata Harrier ও Safari-র বাজার ছিনিয়ে নিতে মাহিন্দ্রা লঞ্চ করেছে মিড সাইজ XUV700। অর্থাৎ প্রতিযোগিতা কোন পর্যায়ে চলে, তা বেশ বোঝা যাচ্ছে। কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও, টাটা মোটর্সকে এদিন প্রশংসায় ভরিয়ে দিলেন মাহিন্দ্রার কর্ণধার আনন্দ মাহিন্দ্রা? যা হয়তো কারোর কাছেই কাঙ্খিত ছিল না!
এক টুইটার ব্যবহারকারীরা প্রশ্নের উত্তরে আনন্দ মাহিন্দ্রা লেখেন, “টাটা মোটরসের মতো শক্তিশালী প্রতিযোগী থাকাটা সৌভাগ্যের বিষয়।” প্রতিপক্ষের সম্পর্কে এহেন ইতিবাচক মন্তব্য করতে সচরাচর শোনা যায় না। টাটা মোটর্স সম্পর্কে মাহিন্দ্রার কর্ণধারের এই স্তুতিবাক্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আসলে ফনিন্দ্র কুপার্থি নামক এক নেটাগরিক আনন্দ মাহিন্দ্রা কাছে টাটার গাড়ির সম্পর্কে তাঁর অনুভূতি জানতে চান। এই প্রশ্নের জবাবে আনন্দ মাহিন্দ্রা এ-ও লেখেন, “টাটা মোটরস সব সময় নিজেদের নতুনভাবে আবিষ্কার করে, যা আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জাগায়… প্রতিযোগিতা উদ্ভাবনকে উৎসাহিত করে।”
প্রসঙ্গত, নতুন Thar ও XUV700 লঞ্চের পর SUV সেগমেন্টে মাহিন্দ্রা সাড়া ফেলে দিয়েছে। বর্তমানে গাড়ি দুটির বুকিং এসেছে পরিমাণ যথাক্রমে ২৬,০০০ ও ৮০,০০০। অন্য দিকে, হালে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের Scorpio N । যার দাম ১১.৯৯ থেকে ১৯.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গাড়িটির প্রসঙ্গে সংস্থার বক্তব্য, এটি তাদের ফ্ল্যাগশিপ XUV700-এর চেয়েও অধিক জনপ্রিয়তা অর্জন করবে।
আবার টাটাকে টেক্কা দিতে মাহিন্দ্রার নজর বৈদ্যুতিক গাড়ির দিকে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সর্বসমক্ষে আসবে তাদের তিনটি নতুন ইলেকট্রিক এসইউভি কনসেপ্ট মডেল। তবে XUV300-এর বৈদ্যুতিক ভার্সনটি XUV400 নামে সর্বপ্রথম বাজারে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে LG Energy Solution -এর ব্যাটারি ব্যবহার করা হবে বলে খবর।