Reliance EV: বাজারে এবার রিলায়েন্সের গাড়ি! আম্বানির সঙ্গে লড়াই টাটা-মারুতির

এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রা (Reliance Infra) ইলেকট্রিক গাড়ি এবং তার ব্যাটারি তৈরির ব্যবসায় পা রাখার পরিকল্পনা করছে। রয়টার্সের…

Anil Ambanis Reliance Infra Eyes Ev Sector Plans To Make Electric Cars Batteries

এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রা (Reliance Infra) ইলেকট্রিক গাড়ি এবং তার ব্যাটারি তৈরির ব্যবসায় পা রাখার পরিকল্পনা করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই নতুন পরিকল্পনায় পরামর্শদাতা হিসাবে বিওয়াইডি ইন্ডিয়ার প্রাক্তন কর্তা সঞ্জয় গোপালকৃষ্ণণকে নিয়োগ করেছে অনিল আম্বানির রিলায়েন্স।

ইলেকট্রিক ভেহিকেলের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে কী রকম ব্যয় হতে পারে সে বিষয়ে একটি ‘কস্ট ফিজ়িবিলিটি’ স্টাডি করতে এক্সটার্নাল কনসালটেন্ট নিয়োগ করেছে আম্বানির সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, কারখানায় প্রাথমিক ভাবে 2.5 লক্ষ বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্যাপাসিটি থাকলেও আগামী কয়েক বছরের মধ্যে সেই ক্ষমতা 7.5 লক্ষে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে তাদের।

আরও পড়ুন : Ola-কে জবরদস্ত টক্কর, দেশে আসছে Ather Energy-র প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল

এছাড়াও, অনিল আম্বানির কোম্পানি 10 গিগাওয়াট আওয়ার ক্যাপাসিটির একটি ব্যাটারি কারখানার গড়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে। এক দশকের মধ্যে প্ল্যান্টের ক্ষমতা 75 গিগাওয়াট-আওয়ারে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হচ্ছে। তবে সবকিছু প্রাথমিক স্তরে রয়েছে। রিলায়েন্সের তরফে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন : সলিড পারফরম্যান্স মিলবে Realme-র নতুন ফোনে, পাওয়ারফুল প্রসেসর, প্রচুর র‍্যাম

প্রসঙ্গত, অনিল আম্বানির দাদা মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় ভারতে স্থানীয় ভাবে ব্যাটারি উৎপাদনের কাজ করছে। 10 গিগাওয়াট-আওয়ার ব্যাটারি সেল উৎপাদনের জন্য গত সপ্তাহে ভারত সরকারের উৎপাদন ভিত্তিক ভর্তুকি বা পিএলআই (PLI) নিশ্চিত করেছে মুকেশের সংস্থা। অনিল যদি ইলেকট্রিক ভেহিকেল নিয়ে তাঁর পরিকল্পনা এগিয়ে নিয়ে যায়, তাহলে একই সেক্টরে পরস্পরের সম্মুখীন হবে দুই ভাই।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন