প্রায় অর্ধেক দামে iPhone 15, বাম্পার অফার রয়েছে এখানে
Apple iPhone 15 Price Drop - আইফোন ১৫ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৬০০ টাকা। তবে অ্যামাজনে স্মার্টফোনটির উপর ১৭ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরপর এটি ৬৫,৯০০ টাকায় পাওয়া যাবে।
আপনি যদি কম দামে আইফোন কিনতে চান তাহলে সুখবর। এখন iPhone 15 অনেক সস্তায় কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। ই-কমার্স সাইটটি গত বছরের এই আইফোন মডেলের উপর স্পেশাল ডিসকাউন্ট অফার সহ ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দিচ্ছে। আর এই সব অফারের ফায়দা নিতে পারলে অর্ধেক দামে কেনা যাবে আইফোন ১৫। এই প্রতিবেদনে আমরা মডেলটির ১২৮ জিবি স্টোরেজের উপর পাওয়া অফারের বিষয়ে বলবো।
অ্যাপল আইফোন ১৫ এর উপর লোভনীয় অফার
আইফোন ১৫ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৬০০ টাকা। তবে অ্যামাজনে স্মার্টফোনটির উপর ১৭ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরপর এটি ৬৫,৯০০ টাকায় পাওয়া যাবে। আবার যাদের কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে, তারা ওই কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫,৬৭০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন। এই অফার আইফোন ১৫ এর ব্ল্যাক মডেলের উপর পাওয়া যাবে।
যদিও অফার এখানেই শেষ নয়। ফোনটি কেনার সময় পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে ২৭,৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ভ্যালু আপনার ফোনের ব্র্যান্ড, বর্তমান অবস্থার উপর নির্ভর করে।
অ্যাপল আইফোন ১৫: স্পেসিফিকেশন ও ফিচার
আইফোন ১৫ ফোনে আছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটি পিঙ্ক, ইয়েলো, গ্রীন, ব্লু, ব্ল্যাক ও রেড কালারে উপস্থিত। এতে ডায়নামিক আইল্যান্ড ফিচার উপস্থিত। আবার ক্যামেরার কথা বললে, স্মার্টফোনটির পিছনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। এই ক্যামেরা কম আলোতেও ভালো ছবি তুলতে পারবে। পোট্রেট ফটোগ্রাফির জন্যেও আইফোন ১৫ আপনি কিনতে পারেন। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, অ্যাপল দাবি করেছে এই ফোন সারাদিন ব্যাটারি লাইফ দেবে। আবার পারফরম্যান্সের জন্য এতে এ১৬ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এই মডেলে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। যেখানে আগের আইফোন মডেলগুলিতে লাইটনিং পোর্ট দেখা যাবে।
Apple iPhone 15 Price Drop - আইফোন ১৫ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৬০০ টাকা। তবে অ্যামাজনে স্মার্টফোনটির উপর ১৭ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরপর এটি ৬৫,৯০০ টাকায় পাওয়া যাবে।