Apple এর হয়ে iPhone তৈরি করা সংস্থা ভারতে ইলেকট্রিক টু-হুইলার উৎপাদনের টার্গেট নিচ্ছে

ইদানিং ইলেকট্রিক ভেহিকেলসের প্রতি ক্রমবর্ধমান চাহিদা দেখে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা এক্ষেত্রে ব্যবসা শুরু করতে চাইছে।...
SUMAN 17 Jun 2023 7:58 PM IST

ইদানিং ইলেকট্রিক ভেহিকেলসের প্রতি ক্রমবর্ধমান চাহিদা দেখে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা এক্ষেত্রে ব্যবসা শুরু করতে চাইছে। এবার যেমন অ্যাপল (Apple)-এর কাছ থেকে বরাত নিয়ে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যায় আইফোন (iPhone) তৈরির জন্য পরিচিত ফক্সকন (Foxconn) দেশের বৈদ্যুতিক যানবাহন ক্ষেত্রে পদার্পণ করতে চলেছে। সূত্রের দাবি, দু'চাকার বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য সংস্থাটি ভারতে জমির সন্ধান করছে। ইভি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গড়ে তোলার জন্য বিভিন্ন রাজ্যের সরকারের সাথে কথাবার্তা চালাচ্ছে তারা। ভারতে উৎপাদিত ইলেকট্রিক টু-হুইলার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বিক্রি করার প্ল্যান করছে ফক্সকন।

iPhone নির্মাতা Foxconn ভারতে EV কারখানা গড়বে

ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের লক্ষ্যে বর্তমানে জোরকদমে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ওলা ইলেকট্রিক (Ola Electric) ও রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। আগামী বছর বা ২০২৫ এর মধ্যেই দুই সংস্থা ভারতে তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে বলে শোনা যাচ্ছে। ফক্সকন এই দুই সংস্থাকে লক্ষ্য করেই দেশের বাজারে ইভি বাইক আনবে বলে অনেকের অনুমান।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফক্সকনের সাথে বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনার প্রসঙ্গে কথা বলতে ভারত থেকে শীঘ্রই একটি দল তাইওয়ানে যাবে। এদিকে Apple iPhone তৈরির জন্য ফক্সকনের জগতজোড়া সুনাম রয়েছে। অর্থাৎ ভারতের বাজারে তাদের উৎপাদিত ইলেকট্রিক টু-হুইলারগুলি যে অ্যাপেল-এর প্রোডাক্ট হবে, তেমনটা নাও হতে পারে। তবে এদেশে তারা জয়েন্ট-ভেঞ্চারে ব্যবসা করবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

যে টুকু খবর, মহারাষ্ট্রে ইভি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে ফক্সকন। সেখানে তাদের একটি কারখানা ইতিমধ্যেই রয়েছে। তাই তামিলনাড়ু অথবা তেলেঙ্গানার মধ্যে ব্যবসাবান্ধব কোনও একটি রাজ্যকে ইলেকট্রিক ভেহিকেল প্রোডাকশন প্ল্যান্টের জন্য বেছে নেওয়া হতে পারে। তবে সবটাই সময়সাপেক্ষ ব্যাপার।

Show Full Article
Next Story