সাধ্যের মধ্যেই হবে স্পোর্টস বাইকের স্বপ্নপূরণ, Aprilia RS457 কোথায় সবথেকে সস্তা জানুন

ইন্ডিয়া বাইক উইকে 4.10 লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে Aprilia RS 457। স্পোর্টস বাইকটি...
SUMAN 11 Dec 2023 2:39 PM IST

ইন্ডিয়া বাইক উইকে 4.10 লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে Aprilia RS 457। স্পোর্টস বাইকটি নিঃসন্দেহে নিজের সেগমেন্টে পাওয়ার ও ফিচার্সে প্রতিপক্ষদের তুলনায় কয়েক কদম এগিয়ে রয়েছে। এটি কাওয়াসাকি নিনজা ও আপকামিং ইয়ামাহা R3-কেও যথেষ্ট বেগ দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বাইকপ্রেমীরা Aprilia RS 457 কেনার প্ল্যান করে ফেলেছেন। কিন্তু অনেকেই বাইকটির আসল মূল্য বা অন-রোড প্রাইস সম্পর্কে অবগত নন। তাহলে চলুন দেখে নিই দেশের দশটি বড় শহরে এটি কিনতে কত খরচ হবে।

Aprilia RS 457-এর অন রোড প্রাইস

মুম্বাই : 5,18,003

বেঙ্গালুরু : 5,18,586

দিল্লি : 4,68,803

পুণে : 5,18,003

নভি মুম্বাই : 5,17,842

হায়দ্রাবাদ : 4,85,203

আমেদাবাদ : 4,60,603

চেন্নাই : 4,77,003

কলকাতা : 4,77,003

উপরে দেখা যাচ্ছে, Aprilia RS 457-এর সবচেয়ে কম দাম আমেদাবাদে, এবং সবচেয়ে বেশি মূল্য বেঙ্গালুরুতে। এক্স শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে এর পরিমাণ আলাদা হয়।

পারফরম্যান্সের কথা বললে নতুন Aprilia RS 457-এ উপস্থিত একটি 457 সিসি, প্যারালাল-টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ 47.6 বিএইচপি ক্ষমতা এবং 43.5 এনএম টর্ক তৈরি হবে। ইঞ্জিনকে শক্তি জোগাতে রয়েছে ছয় গতির গিয়ারবক্স। গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে উপস্থিত এলইডি ইলুমিনেশন, ইঞ্জিন ম্যাপস, ট্রাকশন কন্ট্রোল, এবিএস, অ্যান্টি রোল সিস্টেম, তিনটি রাইডিং মোড এবং একটি 5 ইঞ্চি টিএফটি স্ক্রিন।

হার্ডওয়্যারের মধ্যে Aprilia RS 457-এ দেওয়া হয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল সহ ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং একটি মোনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে 320 মিমি ও পেছনে 230 মিমি ডিস্ক ব্রেক রয়েছে। 17 ইঞ্চি হুইল TVS-এর প্রোটর্ক টায়ারে মোড়ানো।

Show Full Article
Next Story