ভবিষ্যতের ঝলক এখনই, নবীন প্রজন্মের জন্য Electric কনসেপ্ট বাইক প্রকাশ করল Aprilia

সুপারবাইক নির্মাতা হিসাবে (Aprilia)-র সুখ্যাতি বিশ্বজোড়া রয়েছে। বিভিন্ন সেগমেন্টে নিজেদের দুর্ধর্ষ সব মডেল দিয়ে আট...
SUMAN 11 Nov 2022 6:06 PM IST

সুপারবাইক নির্মাতা হিসাবে (Aprilia)-র সুখ্যাতি বিশ্বজোড়া রয়েছে। বিভিন্ন সেগমেন্টে নিজেদের দুর্ধর্ষ সব মডেল দিয়ে আট থেকে আশি সকল বয়সের গ্রাহকদের বিভোর করে রেখেছে সংস্থাটি। এবারে তারা ইতালিতে অনুষ্ঠিত EICMA মোটরসাইকেল শো-তে একটি ফিউচারিস্টিক ডিজাইনের ইলেকট্রিক মোটরসাইকেলের কনসেপ্ট মডেল প্রদর্শন করেছে। যার নাম ELECTRICa। এটি মূলত নবীন প্রজন্মের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে বলে স্বীকারোক্তি সংস্থার।

এপ্রিলিয়া বলেছে, একজন নবীন রাইডার মোটরসাইকেলের মধ্যে যে সব বৈশিষ্ট্য আশা করে, পরিবেশবান্ধব এই বৈদ্যুতিক মোটরসাইকেলটিতে সেগুলির সবই মিলবে। আবার রাইডিং এর সেরা অভিজ্ঞতা দেবে বলেও দাবি সংস্থার। তাদের প্রধান লক্ষ্য এতে সওয়ারি হয়ে যাতে নির্ঝঞ্ঝাটে গন্তব্যস্থলে পৌঁছানো যায়। এগুলি যাতে সাধারণ মানুষের হাতের নাগালের দামে আনা যায়, বর্তমানে সংস্থাটি সেই পরিকল্পনাই করছে।

ELECTRICa-র ডিজাইনের প্রসঙ্গে বললে এতে কোনো চিরাচরিত স্পোর্টি লুকিং নেই। এটি একটি স্লিম এবং সাদামাটা ডিজাইনের মোটরবাইক। এর নেপথ্যে কারণ হল এতে যাতে সহজে রাইড করা যায়, এবং সকলের সহজলভ্য হয়। যদিও এপ্রিলিয়া মডেলটির মোটর এবং ব্যাটারি স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য খোলসা করেনি। কেবল নিশ্চিত করা হয়েছে এটি হালকা ওজনের এবং আকর্ষণীয় মডেল হিসেবে বাজারে আনা হবে।

মোটরটি ELECTRICa-র মাঝামাঝি একটি জায়গায় প্রতিস্থাপিত রয়েছে। এর ফিচারের তালিকায় উপস্থিত কিলেস সিস্টেম, একটি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং টিল কালারের অ্যালয় হুইল। কনসেপ্ট মডেলটির ট্রিপল হেডলাইট একটি অনন্য ডিজাইন ফুটিয়ে তুলেছে। সুরক্ষার বিভিন্ন ব্যবস্থাও আছে। বাইকটি কবে লঞ্চ করা হবে তা অবশ্য জানায়নি সংস্থা। তবে ভবিষ্যতের ঝলক যে বর্তমানেই মিলল সেটা নিঃসন্দেহে বলাই যায়।

Show Full Article
Next Story