Ather 450 Apex: ট্রান্সপ্যারেন্ট প্যানেল সহ চমকে ভরা ফিচার্স, শুরু হল এথারের দুর্ধর্ষ স্কুটারের ডেলিভারি

এথার এনার্জি (Ather Energy) তাদের হাই-টেক ইলেকট্রিক স্কুটারের জন্য পরিচিত। সম্প্রতি দশ বছর পূর্তি উপলক্ষ্যে তারা 450 Apex লঞ্চ করেছিল। এই ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক স্কুটার নিয়ে…

এথার এনার্জি (Ather Energy) তাদের হাই-টেক ইলেকট্রিক স্কুটারের জন্য পরিচিত। সম্প্রতি দশ বছর পূর্তি উপলক্ষ্যে তারা 450 Apex লঞ্চ করেছিল। এই ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক স্কুটার নিয়ে এবারে বড় ঘোষণা করল এথার। মডেলটির ডেলিভারি শুরু হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। জানিয়ে রাখি, এটি লিমিটেড এডিশনে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যায় আনা হয়েছে। কিনতে খরচ পড়ে ১.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Ather 450 Apex-এর ডেলিভারি চালু হল

কালার ছাড়া Ather 450 Apex-এর পারফরম্যান্সেও কিছু আপগ্রেড আনা হয়েছে। যেমন এতে নতুন ব্লু ও অরেঞ্জ কালার স্কিম ও ট্রান্সপারেন্ট প্যানেল যোগ করা হয়েছে। কেবলমাত্র পারফরম্যান্স স্কুটারটির সাথেই এই কালার অফার করে কোম্পানি। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে এটি প্রতি ঘন্টায় ১০০ কিমি সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। আবার ০-৪০ কিমি/ঘন্টার গতি ওঠায় ২.৯ সেকেন্ডে।

প্রাথমিক অ্যাক্সেলারেশন আগের তুলনায় ১৩ শতাংশ এবং ৪০-৮০ কিমি/ঘন্টার ক্ষেত্রে তা ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। এই অ্যাক্সেলারেশন ও টপ স্পিড বৃদ্ধির জন্য দায়ী পিএমএস মোটর। যা ৬.৩ কিলোওয়াটের পরিবর্তে এখন ৭ কিলোওয়াট শক্তি উৎপাদন করে। তবে পিক টর্ক আগের মতই ২৬ এনএম রয়েছে। Warp-এর পরিবর্তে দেওয়া হয়েছে Warp+ মোড।

450 Apex-এ সবচেয়ে বড় চমক হিসেবে যোগ হয়েছে নতুন ম্যাজিক টুইস্ট ফিচার। এর আওতায় রয়েছে নেগেটিভ থ্রটেল। অর্থাৎ অ্যাক্সেলারেটরটি উল্টো দিকে মুড়িয়ে গতি কমিয়ে আনা সম্ভব। বর্তমানে এথার এনার্জি একটি নতুন ফ্যামিলি স্কুটারের উপর কাজ করছে। যার নাম – Ather Rizta। এটি বৃহত্তম সিটের স্কুটার হতে চলেছে। ফিচার্স তালিকায় যাচ্ছে টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, গুগল ম্যাপ ইত্যাদি।