Ather 450 Apex: ফুল চার্জে যাবে 157 কিমি, বাজার কাঁপাতে চোখধাঁধানো স্কুটার লঞ্চ করল এথার

দশ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতের বিখ্যাত ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ এথার এনার্জি (Ather Energy) আজ তাদের নতুন প্রিমিয়াম...
SUMAN 6 Jan 2024 2:48 PM IST

দশ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতের বিখ্যাত ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ এথার এনার্জি (Ather Energy) আজ তাদের নতুন প্রিমিয়াম ই-স্কুটার 450 Apex লঞ্চ করেছে। দাম ১.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) রেখেছে তারা। লিমিটেড এডিশনে এসেছে এটি। অর্ডারের উপর নির্ভর করে 450X-এর প্ল্যাটফর্মেই তৈরি করবে বলে জানিয়েছে কোম্পানি। আগামী ৮-৯ মাস ক্রেতাদের কাছে উপলব্ধ করা হবে। ডেলিভারি চালু হবে মার্চ থেকে। স্টাইলিং ও পারফরম্যান্স আপগ্রেডের পাশাপাশি বেশ কিছু দারুণ ফিচার্স নিয়ে এসেছে Ather 450 Apex। চলুন জেনে নেই সেই সব খুঁটিনাটি।

Ather 450 Apex : পাওয়ারট্রেন

৭ কিলোওয়াট ক্ষমতার পিএমএস মোটর লিমিটেড এডিশন মডেলটিতে আরও বেশি শক্তি জোগাবে। যেখানে 450X-এ আছে ৬.৪ কিলোওয়াট ক্ষমতার মোটর। অতিরিক্ত পাওয়ার যুক্ত হওয়ার ফলে Warp+ নামে নতুন রাইডিং মোড হিসেবে এসেছে । প্রিমিয়াম ভার্সনের টপ স্পিড ৯০ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। ঘন্টায় ০-৪০ কিমি গতি তুলতে ২.৯ সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ 450X-এর তুলনায় Apex ভার্সনটি ০.৪ সেকেন্ড দ্রুততর। এথার জানিয়েছে, প্রাথমিক অ্যাক্সেলারেশন ১৩% পর্যন্ত বাড়ানো হয়েছে। আবার ৪০ থেকে ৮০ কিমি যেতে অ্যাক্সিলারেশন পাওয়ার বেড়েছে ৩০%।

Ather 450 Apex : ফিচার্স

Ather 450 Apex-এর অন্যতম বড় চমক ম্যাজিক টুইস্ট ফিচার। একে রিজেনারেটিভ ব্রেকিংয়ের এক রিভোলিউশন বলে আখ্যা দেওয়া হয়েছে, যা ব্যাটারি ১০০ শতাংশ চার্জেও কাজ করে এবং ৪০ শতাংশ বেশি ব্রেকিং ফোর্স রয়েছে। সিস্টেমটি এতটাই পাওয়ারফুল যে কোনও ব্রেক লিভার ইনপুট ছাড়াই স্কুটারটি থামিয়ে দেবে। সংস্থার দাবি, ব্যাটারিটি ফুল চার্জে ১৫৭ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।

Ather 450 Apex : স্টাইলিং

নতুন মডেলটির আকার আকৃতিতে কোন পরিবর্তন ঘটানো হয়নি। তবে Ather 450 Apex নতুন কালার স্কিম পেয়েছে, যাতে অন্যান্যদের থেকে এটি আলাদা করা যায়। নতুনত্ব হিসেবে এতে যুক্ত হয়েছে উজ্জ্বল অরেঞ্জ হাইলাইট সমেত ইন্ডিয়াম ব্লু কালার স্কিম। সবচেয়ে বড় চমক বলতে পিছনের ট্রান্সলুসেন্ট সাইড প্যানেল।

Ather 450 Apex-কে এগিয়ে চলতে সহায়তা করবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, অ্যালুমিনিয়াম ও স্টিল চ্যাসিস এবং একটি রিয়ার মোনোশক। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে থাকছে দু’চাকায় ডিস্ক ব্রেক। কোম্পানি জানিয়েছে এ বছর মার্চ থেকে স্কুটারটির ডেলিভারি শুরু করবে। ফেব্রুয়ারি থেকে এথারের সমস্ত শোরুমে দেখা মিলবে এই প্রিমিয়াম মডেলটির।

Show Full Article
Next Story