বাইকের মতো রাইড মোড ও রঙিন ডিসপ্লে নিয়ে স্কুটারের দুনিয়া তোলপাড় করতে আসছে Ather 450S

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের দুনিয়ায় অন্যতম প্রথম সারির সংস্থা এথার এনার্জি (Ather Energy) তাদের সবচেয়ে সস্তা ব্যাটারি...
SUMAN 11 July 2023 8:12 PM IST

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের দুনিয়ায় অন্যতম প্রথম সারির সংস্থা এথার এনার্জি (Ather Energy) তাদের সবচেয়ে সস্তা ব্যাটারি স্কুটার আনতে চলেছে। যার নাম – Ather 450S। সূত্রের দাবি, এটি লঞ্চ হবে ৩ আগস্ট। তার আগেই ইলেকট্রিক স্কুটারটির গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। Ather 450S নতুন কালার এলসিডি ডিসপ্লের সঙ্গে আসবে বলে দাবি করা হয়েছে। যদিও এটি 450 ও 450X-এর মতো টাচস্ক্রিনের সুবিধা দেবে না। এটির অনুপস্থিতি অবশ্য আসন্ন মডেলটির ফিচার্স ও ফাংশনের উপর খুব একটা বেশি প্রভাব পড়তে দেবে না বলেই আশা করা হচ্ছে। চলুন Ather 450S-এর নতুন প্রজন্মের এলসিডি ডিসপ্লে সম্পর্কে বিশদ তথ্য জেনে নেওয়া যাক।

Ather 450S: নতুন এলসিডি ডিসপ্লে

ছবিতে দেখা গিয়েছে, আসন্ন Ather 450S-এ একটি নতুন কালার এলসিডি ডিসপ্লে রয়েছে। অনুমান, এটি সুইচগিয়ারের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। রাইডিং সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ভেসে উঠবে। এটি বিভিন্ন সেগমেন্টে বিভক্ত। যেমন মাঝের অংশে স্পিডোমিটার ও ব্যাটারি রেঞ্জের তথ্য ভেসে উঠবে। আর বাঁ দিকের ওডোমিটার রিডিং এবং ডানদিকে চালক রাইডিং মোড দেখতে পাবেন।

Ather 450S ম্যাক্সিমাম পারফরম্যান্স ও এফিশিয়েন্সির জন্য বিভিন্ন রাইড মোডের সঙ্গে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ছবিতে ডিসপ্লের উপরের দিকে 'মোটর অন' বার্তা ফুটে উঠতে দেখা গিয়েছে। ফলে স্কুটারটি যে এবার দৌড়নোর জন্য সম্পূর্ণ প্রস্তুত তা ব্যবহারকারী জানতে পারবেন। ডিসপ্লে নতুন হলেও এটি ইন-বিল্ট ব্লুটুথ কানেক্টিভিটি অফার করতে পারে।

Ather 450S: রেঞ্জ, স্পিড, দাম

Ather 450S একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত হাজির হবে বলে আশা করা হচ্ছে। ফুল চার্জে যা ১১৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে পারে। সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার। 450S-এর এলসিডি ডিসপ্লে-তে টাচ না থাকার কারণে দাম ১.৩০ লক্ষ টাকা (সাবসিডি ছাড়া) হতে পারে বলে মনে করা হচ্ছে। এটি বাজারে ১২৫ সিসি পেট্রল স্কুটারকে টেক্কা দেওয়ার লক্ষ্যে আনা হচ্ছে।।

Show Full Article
Next Story