মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে স্কুটারের দাম রাতারাতি 40,000 টাকা কমাল Ather, কিনবেন নাকি?

ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার সংস্থা হওয়া সত্ত্বেও Ola, TVS-এর সাথে লড়াইতে পিছিয়ে পড়ছে এথার এনার্জি (Ather...
Suman Patra 14 April 2023 1:21 PM IST

ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার সংস্থা হওয়া সত্ত্বেও Ola, TVS-এর সাথে লড়াইতে পিছিয়ে পড়ছে এথার এনার্জি (Ather Energy)। যারp প্রধান কারণ তাদের স্কুটারের উচ্চমূল্য। ফলে আমজনতার ধরাছোঁয়ার বাইরে থাকে এগুলি। Ather 450X-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Ola S1 Pro। যার দাম এথারের মডেলটির তুলনায় কম। তবে এবারে সাধারণ মানুষের হাতে ইলেকট্রিক স্কুটারের চাবি তুলে দিতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল এথার। কী শুনবেন?

দাম কমলো Ather 450X-এর

এরার এনার্জি এতদিন তাদের লাইনআপে থাকা 450 Plus মডেলটির বিক্রি বন্ধের পাশাপাশি তাদের জনপ্রিয় 450X-এর দাম কমানোর কথা ঘোষণা করল। বর্তমানে দিল্লিতে ভর্তুকি ধরে এথার ৪৫০এক্স স্কুটারটি ৯৮,১৮৩ টাকায় কেনা যাচ্ছে। আবার অতিরিক্ত ফিচার চাইলে মডেলটি Pro প্যাকেও পাওয়া যাবে।

মূল্যে হ্রাসের সাথেই এথার তাদের 450X-এর কিছু ফিচারে কাটছাঁট করেছে। বাদ পড়েছে বিভিন্ন রাইড মোড, টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলি বাদ দেওয়ার কারণে মডেলটির দাম প্রায় ৪০,০০০ টাকার বেশি কমানো হয়েছে। গত বছর থার্ড জেনারেশন মডেল লঞ্চের সময় ৪৫০ এক্স এর দাম ছিল ১.৩৯ লক্ষ টাকা। তবে যদি সমস্ত ফিচারের সুবিধা পেতে হয় তবে Ather 450X-এর প্রো প্যাক কিনতে হবে। যার জন্য খরচ পড়বে ১,২৮,৪৪৩ টাকা (এক্স-শোরুম)। তবে ফিচারের পার্থক্য থাকা সত্ত্বেও, এই দুই মডেলের পাওয়ার এবং পারফর্মেন্সে কোন পরিবর্তন থাকছে না।

Ather 450X : ব্যাটারি ও রেঞ্জ

Ather 450X-এ উপস্থিত একটি ৬.৪ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। ফুল চার্জে যা ১৪৬ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.৩ সেকেন্ডে তুলতে সক্ষম এটি। এখানের বিশ্বাস মূল্য হ্রাসের পর তাদের এই স্কুটারটি আরও বেশি সংখ্যক গ্রাহকের নাগালের মধ্যে চলে এসেছে।

Ather 450X : ফিচার্স

ফিচারের প্রসঙ্গে বললে, Ather 450X-এর বেস মডেলটিতে রয়েছে ফুল এলইডি লাইটিং, ২২ লিটার আন্ডারসিট স্টোরেজ, একটি অ্যালুমিনিয়াম পিলিয়ন গ্র্যাব রেল, স্ন্যাপড্রাগন ২১২ ওয়াট কুয়াডকোর ১.৩ গিগাহার্জ প্রসেসর, ১৬জিবি স্টোরেজ, ২ জিবি র‍্যাম, অ্যান্ড্রয়েড ওএস এবং ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।

অন্যদিকে 450X-এর প্রো-প্যাক ভার্সনটিতে উপস্থিত একটি মাল্টি কালার ড্যাশবোর্ড ইউজার ইন্টারফেস, ৪জি কানেক্টিভিটি, ব্লুটুথ ৪.২, মিউজিক এবং কল কন্ট্রোল, অটো ইন্ডিকেটর অফ, গাইড-মি-হোম লাইট, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, এবং হরেক থিমের সাথে অ্যাডাপটিভ স্ক্রিন ব্রাইটনেস। এথার কানেক্ট ফিচারের সাথে প্রো-প্যাক ভার্সনে উপলব্ধ ম্যাপ এবং নেভিগেশন, ডকুমেন্ট স্টোরেজ, কানেক্ট মোবাইল অ্যাপ্লিকেশন, ওটিএ আপডেট, রাইড স্ট্যাটিসটিক্স, লোকেশন ট্র্যাকিং এবং রিমোট চার্জ মনিটরিং এর সুবিধা।

Show Full Article
Next Story