পেট্রল খরচ বাঁচাতে ইলেকট্রিক স্কুটার কিনবেন? Ather, Ola, ও TVS এর মধ্যে কোনটা সস্তা জানুন
সম্প্রতি ভারতের অন্যতম ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড এথার এনার্জি (Ather Energy) তাদের জনপ্রিয় মডেল 450X-এর একটি নতুন...সম্প্রতি ভারতের অন্যতম ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড এথার এনার্জি (Ather Energy) তাদের জনপ্রিয় মডেল 450X-এর একটি নতুন বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। যার মূল্য ৯৮,১৮৩ টাকা (এক্স-শোরুম)। কিছু ফিচার কাটছাঁট করে স্কুটারটির দাম প্রায় ১৯,০০০ টাকা কমানো হয়েছে। একইসাথে এথার তাদের 450 Plus ভ্যারিয়েন্টের বিক্রি বন্ধ করেছে।
Ather 450X-এর বেস মডেলের ফিচারের তালিকা থেকে বাদ পড়া একাধিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রাইডিং মোড, স্মার্ট ড্যাশবোর্ড ইউজার ইন্টারফেস, গুগল ম্যাপ ইন্টিগ্রেশন, পার্ক অ্যাসিস্ট, অটো হোল্ড ইত্যাদি। তবে আগের মতোই এতে রয়েছে একটি ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা থেকে ১৪৬ কিলোমিটার রেঞ্জ মিলবে। আবার ৬.২ কিলোওয়াট মোটর থেকে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগ তোলা যাবে।
Ola S1 Pro
Ola S1 ও S1 Pro-তে উপস্থিত একটি হাইপার ড্রাইভ ইলেকট্রিক মোটর, যার সর্বোচ্চ আউটপুট ৮.৫ কিলোওয়াট বা ১১.৩ বিএইচপি। যেখানে Ola S1 Air-এ রয়েছে একটি ছোট মোটর। যার ক্ষমতা ৬ বিএইচপি। S1 ও S1 Pro-এর রেঞ্জ যথাক্রমে ৯১ থেকে ১৪১ কিমি ও ১৮১ কিমি। আবার S1 Air সম্পূর্ণ চার্জে ৮৫-১৬৫ কিমি পথ চলতে পারে। S1 Pro-র দাম ১,২৪,৯৯৯ টাকা।
TVS iQube
বর্তানে TVS iQube ই-স্কুটারটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – স্ট্যান্ডার্ড এবং এস। এতে রয়েছে ৩.০৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। উভয় ভ্যারিয়েন্ট থেকে পুরোপুরি চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ মেলে। স্ট্যান্ডার্ড মডেলটির দাম ৯৯,১৩০ টাকা এবং এস ভ্যারিয়েন্টটির মূল্য ১.০৪ লক্ষ টাকা (অন রোড, দিল্লি)।