দুই চাকায় বৈদ্যুতিক বিপ্লব! 2 লক্ষ ব্যাটারি স্কুটার বানিয়ে নতুন নজির গড়ল এই সংস্থা
ভারতে ইলেকট্রিক টু হুইলারের বিক্রি বাড়ার সাথে সাথে নির্মাতাদের নতুন মাইলফলক স্পর্শের খবর সামনে আসছে। এবারে যেমন দেশের...ভারতে ইলেকট্রিক টু হুইলারের বিক্রি বাড়ার সাথে সাথে নির্মাতাদের নতুন মাইলফলক স্পর্শের খবর সামনে আসছে। এবারে যেমন দেশের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক দু’চাকা গাড়ি নির্মাতা এথার এনার্জি (Ather Energy) দুই লক্ষ ইলেকট্রিক স্কুটার উৎপাদনের নজির ছোঁয়ার কথা ঘোষণা করেছে। পাঁচ বছরের যাত্রাপথে এই সাফল্যের কথা গর্বের সাথে জানিয়েছে কোম্পানি। তামিলনাড়ুর হোসুরের কারখানা থেকে তৈরি হয়ে বেরোনো দু’লক্ষ তম মডেলটি ছিল 450X, যা বর্তমানে সংস্থার ফ্ল্যাগশিপ ই-স্কুটার।
দু’লক্ষ ই-স্কুটার তৈরি করে ফেলল Ather Energy
উল্লেখ্য, ২০১৮ সালে ভারতে ব্যাটারি চালিত স্কুটারের বাজারে পা রেখেছিল এথার এনার্জি। নতুন মাইলস্টোন স্পর্শের মুহূর্তের কথা সংস্থার সহ প্রতিষ্ঠাতা স্বপ্নিল জৈন সকলের সাথে ভাগ করে নিয়েছেন। এই বছরেই ৫০,০০০ ইলেকট্রিক স্কুটারের প্রোডাকশন মাইলস্টোন স্পর্শ করেছিল কোম্পানি। অর্থাৎ এক বছরেরও কম সময়ে বাকি দেড় লাখ ইউনিট বানিয়েছে তারা।
প্রসঙ্গত, এথার নিজেদের তৃতীয় ইভি মডেল 450 Apex আগামী ৬ জানুয়ারি লঞ্চ করতে চলেছে। Hero MotoCorp-এর বিনিয়োগ থাকা এই কোম্পানি ২০২০ সালে তাদের দ্বিতীয় মডেল 450X লঞ্চ করেছিল। আর 450S-এর হাত ধরে ভারতের বাজারে পথ চলা শুরু করেছিল এথার। তৃতীয় প্রজন্মের Ather 450X এখন ৩.৭ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকে উপলব্ধ, ফুল চার্জে যা ১৪৬ কিলোমিটার রাস্তা চলতে পারে বলে দাবি সংস্থার (সার্টিফায়েড রেঞ্জ)।
জানিয়ে রাখি, আপকামিং 450 Apex সংস্থার সবচেয়ে অত্যাধুনিক মডেল হতে চলেছে। ক্রেতারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২,৫০০ টাকা জমা করে বুক করতে পারবেন। মার্চ থেকে ডেলিভারি শুরু হবে। ০-৪০ কিমি/ঘন্টার গতি ৩.৩ সেকেন্ডে তুলতে পারবে।এতে Warp+ নামে রাইডিং মোড থাকবে। ট্রান্সপারেন্ট বডি প্যানেল সহ একঝাঁক আকর্ষণীয় কালার স্কিমে হাজির হতে পারে বৈদ্যুতিক স্কুটারটি।