Ather 450X: মাত্র 2,999 টাকায় অত্যাধুনিক স্কুটারের চাবি আপনার হাতে, প্রথমবার এমন অফার

এবার বৈদ্যুতিক স্কুটার কেনা আরও সহজ। ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা এথার এনার্জি (Ather Energy) ৬০ মাস...
SUMAN 7 Jun 2023 6:56 PM IST

এবার বৈদ্যুতিক স্কুটার কেনা আরও সহজ। ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা এথার এনার্জি (Ather Energy) ৬০ মাস অর্থাৎ পাঁচ বছরের মাসিক কিস্তিতে নতুন ই-স্কুটারের চাবি গ্রাহকদের হহাতে তুলে দেওয়ার ঘোষণা করল। ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রিতে এমন উদ্যোগ প্রথম। সরকার ফেম-২ প্রকল্পে ভর্তুকি কমানোর কিছুদিনের মধ্যেই এই ঘোষণা করল এথার।

5 বছরে লোন পরিশোধের সুবিধা নিয়ে এল Ather

এথার এনার্জি জানিয়েছে, তাদের 450X বৈদ্যুতিক স্কুটারে পাঁচ বছরের লোনে সর্বনিম্ন ২,৯৯৯ টাকা মাসিক কিস্তি ধার্য করা হয়েছে। এজন্য IDFC First, Bajaj Finance ও Hero FinCorp-এর মতো আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থার সাথে জোটবদ্ধ হয়েছে। ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলি এতোদিন লোন পরিশোধের জন্য ৩৬ মাস সময় দিত। আবার কিছু কিছু ক্ষেত্রে লোন প্রদানকারী সংস্থা ছিল, যারা ৪৮ মাসে ঋণ পরিশোধের সুযোগ দিত ক্রেতাদের।কিন্তু এবার তা বেড়ে ৬০ মাস হওয়ায় স্বভাবতই ক্রেতাদের কাঁধের থেকে আর্থিক চাপ কমবে।

এই প্রসঙ্গে এথার এনার্জির মুখ্য ব্যবসায়িক আধিকারিক রবনীত এস ফোকেলা বলেন, “এদেশে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বেড়ে চলার ফলে লোন পরিশোধের সময়সীমা বাড়ানোর প্রয়োজন। এর ফলে আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছনো সম্ভব হবে। ভারতে এই প্রথম ৬০ মাসের লোন পরিশোধের সুবিধা আনতে পেরে আমরা ভীষণ খুশি।”

ইলেকট্রিক ভেহিকেল সহজলভ্য করতে আরও একাধিক ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসি এই উদ্যোগে এগিয়ে আসবে বলে মনে করছে এথার এধার্জি এথার এধার্জি। এদিকে সরকার বৈদ্যুতিক দু’চাকার গাড়িতে ভর্তুকি কমানোর ফলে বিভিন্ন সংস্থার পাশাপাশি তারাও 450X-এর মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছে। দুই ভ্যারিয়েন্টের দাম ২০,৫০০ এবং ৩০,০০০ টাকা বাড়িয়েছে এথার। বর্তমানে 450X ও 450X ProPack-এর কিনতে খরচ পড়ে যথাক্রমে ১.৪৫ লক্ষ ও ১.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story