Ather Halo Helmet: ফোন ধরার পাশাপাশি শুনতে পারবেন মিউজিক! আশ্চর্য হেলমেটের দাম 3,000 টাকা কমে গেল

ভারতের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার স্টার্টআপ Ather Enrgy তাদের Halo স্মার্ট হেলমেট রেঞ্জের দাম ৩,০০০ টাকা কমানোর...
SUMAN 21 Sept 2024 1:58 PM IST

ভারতের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার স্টার্টআপ Ather Enrgy তাদের Halo স্মার্ট হেলমেট রেঞ্জের দাম ৩,০০০ টাকা কমানোর ঘোষণা করল। তবে সবার জন্য নয়, আর্লি বার্ড কাস্টমারদের জন্য এই অফার এনেছে সংস্থা। এই বছর এপ্রিলে এথার কমিউনিটি ডে'তে যারা স্মার্ট হেলমেটটি বুক করেছিলে, তারাই একমাত্র ছাড়ে কিনতে পারবেন।

Ather Halo হেলমেট আর্লি বার্ড গ্রাহকদের জন্য ৯,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। সেখানে সাধারণ ক্রেতাদের খরচ হবে ১২,৯৯৯ টাকা। এটি ফুল-ফেস ভার্সনের দাম। হাফ-ফেস ডিজাইনের মডেলটির দাম ৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই হেলমেট ISO ও DOT সার্টিফায়েড। ডেলিভারি খুব শীঘ্রই চালু হবে বলে আশা করা যায়।

https://twitter.com/atherenergy/status/1836720048360300861?t=cGtv_xmD3abe0i_5N02Wxg&s=19

Ather Halo Helmet ফিচার্স

এথার হ্যালো হেলমেট হার্মান কার্ডনের ডুয়াল স্পিকার এবং একটি ইন্টিগ্রেটেড মাইক্রোফোন সহ এসেছে। ফলে স্কুটার চালাতে চালাতে কল রিসিভ করা বা গান শোনা আরও সুবিধাজনক করে তুলেছে। হেলমেটটি ব্লুটুথের মাধ্যমে কোম্পানির ইলেকট্রিক স্কুটারের সঙ্গে কানেক্ট হবে। অর্থাৎ রাইডার তার স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে পারবেন।

আরও পড়ুন : একেই বলে দাপট, পূর্ব-পশ্চিম কাঁপানোর পর দক্ষিণ ভারতে Honda Activa-র বিক্রি 1 কোটি ছাড়িয়ে গেল

হেলমেটটি ওয়্যারলেস চার্জিং অফার করে। ওয়্যারলেস মডিউল হেলমেটের পিছনে অবস্থিত। এটি সিটের তলায় স্টোরেজ সেকশনে চার্জ করা যাবে। ব্যাটারি ব্যাকআপ এক সপ্তাহ ধরে থাকবে৷ এথার দাবি করেছে, ইন্টার্নাল প্যাডিং, শেল, এবং ইন্টেলিজেন্ট ফিচার্স সহ তাদের স্মার্ট হেলমেট সম্পূর্ণ ইন-হাউজ ডিজাইন করা।

Show Full Article
Next Story