শেষবারের মতো সস্তায় ই-স্কুটার কিনতে ভিড়, একলাফে 357% বিক্রি বাড়ল এই সংস্থার
ফেম-২ প্রকল্পে ভর্তুকির পরিমাণ কাটছাঁট করেছে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক। ফলে ১ জুন থেকে এদেশে বিক্রিত সমস্ত ইলেকট্রিক...ফেম-২ প্রকল্পে ভর্তুকির পরিমাণ কাটছাঁট করেছে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক। ফলে ১ জুন থেকে এদেশে বিক্রিত সমস্ত ইলেকট্রিক টু-হুইলারের দাম সর্বাধিক ৪০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সস্তা থাকতে থাকতে মে মাসে নির্মাতারা জুনের আগেই বৈদ্যুতিক দু'চাকা গাড়ি কিনে রাখার পরামর্শ দিয়েছিল। ফলে রাতারাতি ভিড় বেড়েছিল শোরুমগুলিতে। শেষবারের মতো কম দামে ইলেকট্রিক স্কুটার বিক্রির সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই।
আর সেই সুযোগের সদ্ব্যবহার প্রভাব প্রত্যক্ষ করা গেল মে মাসে এথার এনার্জি (Ather Energy)-র বেচাকেনায়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য পরিচিত দেশীয় স্টার্টআপটি গত মাসে মোট ১৫,২৫৬ ইউনিট ই-স্কুটার বিক্রির কথা জানিয়েছে। যা সংস্থার ইতিহাসে এখনও পর্যন্ত এক মাসে সর্বাধিক। ২০২২ সালের মে'র তুলনায় বিক্রিবাটা ৩৫৭ শতাংশ বেশি বলে জানা গিয়েছে।
মে মাসে Ather এর ১৫,২৫৬টি ইলেকট্রিক স্কুটার বিক্রি হল
Ather Energy-র 450X ও Pro Pack সহ 450X ইলেকট্রিক স্কুটার দু'টির ভর্তুকি হ্রাসের পর বর্তমান মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে ১.৪৫ লাখ টাকা ও ১.৬৫ লাখ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু)। এখন ফেম-২ প্রকল্পের আওতায় প্রতি কিলোওয়াট আওয়ার ব্যাটারিতে সর্বোচ্চ ১০,০০০ টাকা বা এক্স-ফ্যাক্টরি প্রাইসের ১৫ শতাংশ (যেটা কম হবে) দিচ্ছে কেন্দ্র। আগে প্রতি কিলোওয়াট আওয়ার ব্যাটারিতে সর্বোচ্চ ১৫,০০০ টাকা বা এক্স-ফ্যাক্টরি প্রাইসের ৪০ শতাংশ (যেটা কম) ভর্তুকি দেওয়া হতো। ফলে স্বভাবতই ব্যাটারি চালিত স্কুটার ও মোটরসাইকেলের দাম জুন থেকে বৃদ্ধি পেয়েছে।
ওলা ইলেকট্রিক (Ola Electric) এবং টিভিএস (TVS)- এর পর বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার সংস্থার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এথার এনার্জি। উল্লেখ্য, সরকার ভর্তুকি কমানোর পর জুনের প্রথম দিনেই তাদের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে এথার। যার নাম – 450S। এটি ১,২৯,৯৯৯ টাকায় ( ভর্তুকি ছাড়া এক্স-শোরুম মূল্য) বিকোবে। স্কুটারটি ফুল চার্জে ১১৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার।