বৈদ্যুতিক স্কুটারের চাহিদা ঊর্দ্ধমুখী, একসঙ্গে দুই নতুন শোরুম উদ্বোধন Ather Energy-র

ইলেকট্রিক স্কুটার বিক্রি গত মাসে নতুন উচ্চতা ছুঁয়েছে। ফলে চাহিদার জোগান দিতে তৎপর হয়েছে বেঙ্গালুরু কেন্দ্রিক স্টার্টআপ তথা দেশের চতুর্থ বৃহত্তম দু’চাকা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা…

ইলেকট্রিক স্কুটার বিক্রি গত মাসে নতুন উচ্চতা ছুঁয়েছে। ফলে চাহিদার জোগান দিতে তৎপর হয়েছে বেঙ্গালুরু কেন্দ্রিক স্টার্টআপ তথা দেশের চতুর্থ বৃহত্তম দু’চাকা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এথার এনার্জি (Ather Energy)। সম্প্রতি দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চলে আরও দুটি নতুন আউটলেটের উদ্বোধন করেছে এথার। নতুন শোরুম খোলার মাধ্যমে ওই অঞ্চলগুলিতে ক্রেতা ধরার ব্যাপারে আশাবাদী তারা

দিল্লি নর্থ ক্যাপিটাল রিজিয়নের অন্তর্গত দ্বরকা ও গুরুগ্রামে নতুন দুই শোরুম উদ্বোধন করেছে তারা। এই নিয়ে শুধুমাত্র উত্তর দিল্লিতেই সংস্থার এক্সপেরিয়েন্স সেন্টারের সংখ্যা বর্তমানে পাঁচে গিয়ে দাঁড়িয়েছে। আর সমগ্র ভারতবর্ষ জুড়ে ৬৮টি আউটলেট গড়ে তুলেছে বেঙ্গালুরুর সংস্থাটি। গুরুগ্রাম ও দ্বারকাতে নতুন উদ্বোধন করা এই এক্সপেরিয়েন্স সেন্টারে মিলবে Ather 450X ও 450 Plus।

এখন দিল্লিতে Ather 450X Gen 3 এর এক্স শোরুম মূল্য ১,৫৭,৫০৭ টাকা। আর Ather 450 Plus Gen 3 এর জন্য খরচ হবে ১,৩৫,৯৯৬ টাকা। অন্যদিকে গুরুগ্রামে ওই দুই বৈদ্যুতিক স্কুটারের এক্স শোরুম মূল্য যথাক্রমে ১,৫৭,৪০২ টাকা ও ১,৩৫,৮৯১ টাকা। নতুন শোরুম উদ্বোধন প্রসঙ্গে এথার এনার্জীর চিফ বিজনেস অফিসার রভনিত এস ফোকেলা বলেন, “ইভির ক্ষেত্রে এখানে রাজ্য সরকার বরাবরই আমাদের সমস্ত রকম সাহায্য করেছেন। উপরন্তু দিল্লির ইলেকট্রিক টু-হুইলার এর মার্কেট ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি উন্নত ও সচেতনতা পূর্ণ।”

তিনি যোগ করেন, “২০১৯ সালে সমগ্র বাজারে দিল্লির অংশীদারিত্ব ১.২% থেকে বেড়ে হয়েছে ১২.৫%। এই অঞ্চল বরাবরই আকর্ষণীয় সুযোগ এনে দিয়েছে এবং তাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে ব্যবসার পরিধি আরো বিস্তার করতে সচেষ্ট হব।” প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতের বৈদ্যুতিক স্কুটার নির্মাণকারী সংস্থার মধ্যে এধার এনার্জি চার্জিং পরিকাঠামো গড়ে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে।

বর্তমানে দিল্লি ও তার চারপাশের অঞ্চলে মোট ৩০টি এথার গ্রিড ফাস্ট চার্জিং পয়েন্ট তৈরি করেছে তারা। আগামীর মার্চ মাসের মধ্যে গোটা শহর জুড়ে আরো এরকম ৮০-৯০ টি চার্জিং পয়েন্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের। সম্প্রতি সমগ্র ভারতবর্ষে জুড়ে ৫০০টির বেশি এথার ফার্স্ট চার্জিং গ্রিড স্থাপন করার মাইলফলক তৈরি করেছে বেঙ্গালুরু এই সংস্থা। ২০২৩ অর্থবর্ষের মধ্যেই আরো ১৪০০ টি এইরূপ গ্রিড বসানোর সিদ্ধান্ত নিয়েছে এথার। এর পাশাপাশি এথার এনার্জি তার গ্রাহকদের নিজস্ব ফ্ল্যাট কিংবা বাড়িতে হোম চার্জিং সিস্টেম বসানোর জন্যও সব রকম ভাবে সাহায্য করছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *