ইলেকট্রিক স্কুটার ব্যবহারে আরও সুবিধা, ফাস্ট চার্জিং স্টেশনের সেঞ্চুরি হাঁকাল Ather Energy

ভারতে ইলেকট্রিক টু-হুইলারের বিক্রিতে গণ জোয়ার আনতে হলে পেট্রোল পাম্পের মতো কিছু দূর অন্তর যে চার্জিং স্টেশন বসাতে হবে,...
SUMAN 9 May 2023 6:17 PM IST

ভারতে ইলেকট্রিক টু-হুইলারের বিক্রিতে গণ জোয়ার আনতে হলে পেট্রোল পাম্পের মতো কিছু দূর অন্তর যে চার্জিং স্টেশন বসাতে হবে, একথা বুঝতে বাকি নেই নির্মাতা সংস্থাগুলির। তাই সে পথে নিরন্তর কাজ করে চলেছে তারা। উদাহরণস্বরূপ বলা যায়, এথার এনার্জি (Ather Energy)-র কথা। এবারে দেশের বৈদ্যুতিক দু’চাকার গাড়ির দুনিয়ায় প্রথম সারির কোম্পানিটি বেঙ্গাবুরুতে তাদের ১০০তম ফাস্ট চার্জিং স্টেশন বসানোর কাজ সম্পূর্ণ করার কথা ঘোষণা করেছে। এথার গ্রিড নামের আওতায় কোম্পানিটি এদেশে তাদের চার্জিং নেটওয়ার্কের সম্প্রসারণ জারি রেখেছে।

বেঙ্গালুরুতে Ather-এর ১০০তম ফাস্ট চার্জিং স্টেশন ইন্সটল করা হল

এথারের লক্ষ ২০২৩-এর মধ্যে এদেশে ২৫০০-এর বেশি ব ইভি ফাস্ট চার্জিং স্টেশন গড়ে তোলা। ১০০তম চার্জিং স্টেশনটি বেঙ্গালুরুর থার্ড ওয়েভ কফি-তে বসানো হয়েছে। আবার থার্ড ওয়েভ কফি রোস্টারের সাথে যৌথভাবে এদেশে তাদের সমস্ত আউটলেটে ফাস্ট চার্জিং স্টেশন বসানোর চুক্তি স্বাক্ষর করেছে এথার।

বেঙ্গালুরুতে ১০০তম ফার্স্ট চার্জিং স্টেশনের প্রসঙ্গে Ather-এর বক্তব্য

এথার জানিয়েছে, এখনও পর্যন্ত এদেশের ৮৫ এর বেশি শহরে তারা ১৩০০ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন গড়ে তুলেছে। যে কারণে বর্তমানে ভারতে টু-হুইলারের বৃহত্তম চার্জিং নেটওয়ার্কের তকমা পেয়েছে এটি। এই প্রসঙ্গে এথার এনার্জির মুখ্য ব্যবসায়িক আধিকারিক রবনীত ফোকেলা বলেন, “আমরা এথার গ্রিডের ১০০তম ফার্স্ট চার্জিং স্টেশন বেঙ্গালুরুতে বসাতে পেরে আপ্লুত। আমাদের দ্রুত বর্ধনশীল চার্জিং নেটওয়ার্ক এ দেশের ইলেকট্রিক ভেহিকেলের ইকো সিস্টেমের প্রতি আমাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।”

Ather 450X এখন আরও সস্তা

এখানে এনার্জি সম্প্রতি তাদের ইলেকট্রিক স্কুটারের পোর্টফোলিও ঢেলে সাজিয়েছে। সংস্থার লাইনআপ থেকে বাদ পড়েছে Ather 450 Plus মডেলটি। সে জায়গায় 450X-কে বেস ও প্রো প্যাকের সাথে আনা হয়েছে। রাজ্য বিশেষে দাম ৯৮,১৮৪ টাকা থেকে শুরু করে ১.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। স্কুটারটির রেঞ্জ ১৪৬ কিলোমিটার বলে দাবি করা হয়েছে। দাম কম হওয়ার কারণে বেস মডেলে কিছু হাই-টেক ফিচার অনুপস্থিত।

Show Full Article
Next Story