মিনিটে 1.5 কিমি করে চার্জ হয়, ইলেকট্রিক স্কুটার ও গাড়ির ফাস্ট চার্জার বসিয়ে নতুন মাইলফলক গড়ল Ather Energy
বর্তমানে ভারতের প্রখ্যাত বৈদ্যুতিক স্কুটার ব্র্যান্ড এথার এনার্জি (Ather Energy) দেশের মধ্যে বৃহত্তম সংস্থা হয়ে ওঠার...বর্তমানে ভারতের প্রখ্যাত বৈদ্যুতিক স্কুটার ব্র্যান্ড এথার এনার্জি (Ather Energy) দেশের মধ্যে বৃহত্তম সংস্থা হয়ে ওঠার চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না। স্কুটারে আপডেট দেওয়ার পাশাপাশি সংস্থাটি এদেশে নিজেদের ইলেকট্রিক ভেহিকেল ফাস্ট চার্জিংয়ের নেটওয়ার্ক এথার গ্রিড (Ather Grid)-এর সম্প্রসারণে দিনরাত এক করে কাজ করে চলেছে। এবারে তারা ৫০০-র বেশি এথার গ্রিড বসানোর মাইলস্টোন স্পর্শের কথা ঘোষণা করল।
এই এথার গ্রিড থেকে যেকোন সংস্থার ইলেকট্রিক টু-হুইলার এবং ফোর-হুইলারে ফাস্ট চার্জিংয়ের পরিষেবা পাওয়া যাবে। সংসারটি ঘোষণা করেছে তারা সমগ্র দেশে এখনও পর্যন্ত মোট ৫৮০টি এথার গ্রিড ইনস্টল করেছে এবং ২০২৩-এর মধ্যে আরও ৮২০টি বসানোর লক্ষ্যে এগোচ্ছে। যাতে আগামী বছরের প্রথমার্ধের মধ্যে সবমিলিয়ে ১,৪০০টি এথার গ্রিড গড়ে তোলা যায়। এগুলি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মোট ৫৬টি শহরে তৈরি করা হয়েছে।
এথার গ্রিডে ডিসি ফাস্ট চার্জিং অফার করা হয়, যাতে টু-হুইলারের ব্যাটারি ১.৫ কিমি/মিনিট রেটে ৮০% চার্জ হয়ে যায়। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিকটবর্তী এথার গ্রিডের অবস্থান সম্পর্কে হদিশ পাবেন। এই প্রসঙ্গে এথার এনার্জির প্রধান ব্যবসায়িক আধিকারিক রবনীত ফোকেলা বলেন, “বৈদ্যুতিক যানবাহনের গ্রহণযোগ্যতা বাড়াতে প্রতিষ্ঠার কাল থেকেই আমাদের প্রচেষ্টা যাতে সহজলভ্য চার্জিং পরিকাঠামো গড়ে তোলা যায়।”
ফোকেলা আরও বলেন, “চাহিদা বেড়ে চলায় আমরা আমাদের খুচরো নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাচ্ছি। চার্জিং পরিকাঠামোর উন্নয়নে বড়সড় বিনিয়োগ আজ বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।” এ বছরের শেষ পর্যন্ত এথার গ্রিড থেকে ক্রেতাদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি হিরো মোটোকর্প তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Vida V1 লঞ্চ করেছে। এথারের প্রধান বিনিয়োগকারী হল হিরো। তাই V1 ব্যবহারকারীরা এথার গ্রিড থেকে চার্জিং পরিষেবার সুবিধা নিতে পারবেন।