নামী সংস্থার ইলেকট্রিক স্কুটারের চাহিদা তুঙ্গে, নতুন শোরুম খুলল Ather Energy
বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দেশব্যাপী ঊর্ধ্বমুখী। তাই স্কুটার বিক্রির পাশাপাশি বর্তমানে ব্যবসা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব...বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দেশব্যাপী ঊর্ধ্বমুখী। তাই স্কুটার বিক্রির পাশাপাশি বর্তমানে ব্যবসা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা এথার এনার্জি (Ather Energy)। এবারে সংস্থাটি দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে নতুন শোরুমের উদ্বোধন করল। তাদের এই নয়া অভিজ্ঞতা কেন্দ্রটি মুম্বাইয়ের মালাডে খোলা হয়েছে। 450 সিরিজের ই-স্কুটারগুলি যাতে আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্য এই পদক্ষেপ এথারের।
বেঙ্গারুরের সংস্থাটি বলেছে, মহারাষ্ট্র থেকে স্কুটারের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশের মানুষের স্কুটারের চাহিদা পূরণ করতেই একের পর এক নতুন শোরুম খুলে চলেছে এথার। তবে শোরুমে না গিয়ে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও চাইলে স্কুটার বুকিং করতে পারবেন গ্রাহকরা। এই প্রসঙ্গে সংস্থার প্রধান ব্যবসা আধিকারিক রবনীত এস ফোকেলা বলেন, “মহারাষ্ট্র থেকে 450 সিরিজে অসাধারণভাবে সাড়া পাওয়া গিয়েছে। সংস্থা গত বছরের তুলনায় ব্যবসায় ৭ গুণ বৃদ্ধির সাক্ষী থেকেছে।”
এদিকে সম্প্রতি বাজারে Ather 450X ও 450 Plus-এর তৃতীয় প্রজন্মের মডেল বাজারে লঞ্চ করেছে সংস্থাটি। এই প্রসঙ্গে ফোকেলা যোগ করেন, “Gen 3 স্কুটারগুলি বৃহত্তর বাজার ধরতে পারবে বলে আত্মবিশ্বাসী সংস্থা।” তারা মুম্বাইয়ে ২৪টি এথার গ্রিড বসিয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি শহরের আরও একাধিক জায়গায় বৈদ্যুতিক চার্জিং স্টেশন বসানোর চিন্তা-ভাবনা করছে তারা।
প্রসঙ্গত, Ather 450X ও 450 Plus-এর Gen 3 মডেলে উপস্থিত ৩.৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। আইডিয়াল ড্রাইভিং কন্ডিশনে স্কুটারটির রেঞ্জ ১৪৬ কিমি পর্যন্ত বাড়াতে সাহায্য করে ব্যাটারিটি। যা পুরনো সংস্করণের থেকে ৩০ কিমি বেশি। মোট পাঁচটি ড্রাইভিং মোড সহ হাজির হয়েছে 450X – ওয়ার্প, স্পোর্ট, রাইড, স্মার্ট ইকো এবং ইকো। ০-১০০% চার্জ হতে সময় লাগে ৫ ঘন্টা ৪০ মিনিট। Ather 450X ও 450 Plus-এর দাম রাখা হয়েছে যথাক্রমে ১,৩৭,৬১২ টাকা ও ১,১৬,১০১ টাকা।