পেট্রলের পাশাপাশি বাঁচবে পরিবেশ, স্মার্ট ই-স্কুটারের পথিকৃৎ Ather খুলল নতুন শোরুম

শিল্পনগরী মুম্বাইয়ে দুই নতুন শোরুম দু’টি উদ্বোধন করল Ather Energy। পানভেল ও থানেতে খোলা হয়েছে সেগুলি। Ather 450 সিরিজ ও Ather Rizta ইলেকট্রিক স্কুটার কেনা…

শিল্পনগরী মুম্বাইয়ে দুই নতুন শোরুম দু’টি উদ্বোধন করল Ather Energy। পানভেল ও থানেতে খোলা হয়েছে সেগুলি। Ather 450 সিরিজ ও Ather Rizta ইলেকট্রিক স্কুটার কেনা যাবে সেখানে।

ভারতের প্রথম সারির ইলেকট্রিক স্কুটার বিক্রেতা হিসেবে এথার এনার্জি (Ather Energy) নিজেদের ব্যবসা সম্প্রসারণের প্রক্রিয়া জারি রেখেছে। জুনের শুরুতে শিল্পনগরী মুম্বাইয়ে একজোড়া নতুন শোরুম উদ্বোধনের কথা ঘোষণা করল সংস্থা। পানভেল এবং থানেতে এক্সপেরিয়েন্স সেন্টার দু’টি খোলা হয়েছে। সংস্থার ওয়েবসাইটে মুম্বাইয়ের পাঁচটি শোরুমের উল্লেখ রয়েছে – আন্ধেরি (পূর্ব), বাসাই (পূর্ব), উল্লাসনগর, থানে এবং পানভেল।

Ather Energy মুম্বাইয়ে নতুন শোরুম চালু করল

তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, কয়েক মাস আগে মুম্বাইয়ের বেশ কিছু অঞ্চলে ডিলারশিপের ঝাঁপ বন্ধ করে দিয়েছে এথার এনার্জি। যার মধ্যে রয়েছে – ঘাটকোপার (পূর্ব) এবং মালাদ। বর্তমানে কেবল উল্লাসনগরের শোরুম কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাকিগুলি ফ্রাঞ্চাইজি মডেলে চলছে।

প্রসঙ্গত, মুম্বাইয়ে সংস্থার দুই নতুন দুই শোরুম থেকে ক্রেতারা Ather 450 সিরিজ ও Ather Rizta-র টেস্ট রাইডের সুযোগ নিতে পারবেন। বর্তমানে সংস্থার পোর্টফোলিওতে চারটি ইলেকট্রিক স্কুটার রয়েছে। এগুলি হল 450S, 450X, 450 Apex ও Rizta।

Ather 450S সিঙ্গেল ভ্যারিয়েন্টে বিক্রি হয়। যেখানে দুই ধরনের ব্যাটারি অপশনে কেনা যায় Ather 450X। অন্যদিকে, Rizta তিনটি ভ্যারিয়েন্টে বিক্রি করে কোম্পানি – Rizta S (২.৯ কিলোওয়াট আওয়ার), Rizta Z (২.৯ কিলোওয়াট আওয়ার) ও Rizta Z (৩.৭ কিলোওয়াট আওয়ার)। এথার এনার্জির ইলেকট্রিক স্কুটারগুলির দাম ১,০৯,৯৯৯ টাকা থেকে শুরু করে ১,৯৪,৯৯৮ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। বর্তমানে সংস্থার ফ্ল্যাগশিপ মডেল হল Ather 450 Apex।