Ola-কে জবরদস্ত টক্কর, ভারতে ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে Ather

ইলেকট্রিক টু-হুইলার মার্কেট দখলের লক্ষ্যে বিভিন্ন কোম্পানিদের মধ্যে প্রতিযোগিতা দেখার মত। এ বছর স্বাধীনতা দিবসের ওলা...
SUMAN 25 Sept 2023 6:28 PM IST

ইলেকট্রিক টু-হুইলার মার্কেট দখলের লক্ষ্যে বিভিন্ন কোম্পানিদের মধ্যে প্রতিযোগিতা দেখার মত। এ বছর স্বাধীনতা দিবসের ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের চার চারটি ই-বাইকের উপর থেকে পর্দা সরিয়েছে। এবারে ওলার প্রতিপক্ষ এথার এনার্জিও (Ather Energy) তাদের প্রথম ই-মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে। হিরো মোটোকর্প (Hero MotoCorp) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী সংস্থা জিআইসি (GIC)-এর থেকে মোটা অঙ্কের লগ্নি পেয়ে নতুন ভাবে উজ্জীবিত বেঙ্গালুরুর সংস্থাটি।

Ather ইলেকট্রিক বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে

এথার এনার্জির মুখ্য ব্যবসায়িক আধিকারিক রবনীত সিং ফোকেলা জানান, তাঁরা পরিবেশবান্ধব মোটরসাইকেল লঞ্চের আগে নিজেদের ইলেকট্রিক স্কুটারের পোর্টফলিও আরও শক্তপোক্ত করতে চান। তাঁর কথায়, “এথার আগামী তিন সাড়ে তিন বছরের মধ্যে ইলেকট্রিক বাইক লঞ্চের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।” অর্থাৎ ফোকলার এই কথা থেকে বোঝা যায় যে, তাদের নতুন ইলেকট্রিক বাইক বাজারে আনতে আরও তিন থেকে চার বছর সময় লাগবে।

বর্তমানে বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ এথার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরিতে হাত লাগিয়েছে, যার উপর ভিত্তি করে আগামীতে একাধিক মডেল লঞ্চ করা হবে। আগামী আট মাসের মধ্যেই তাদের এই নতুন আর্কিটেকচারের উপর ভিত্তি করে প্রথম মডেলটি হাজির হবে। এককথায় ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে নিজেদের সম্ভার বাড়াতে উদ্যোগী সংস্থা।

এথার এনার্জি বর্তমানে বিক্রিত ইলেকট্রিক স্কুটারগুলির দাম ১.৩৫-১.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে এরা দেশের সর্বাধিক বিক্রত ইলেকট্রিক টু-হুইলারের তৃতীয় বৃহত্তম কোম্পানি। সম্প্রতি সংস্থাটি তাদের সবচেয়ে সস্তা 450S মডেল লঞ্চ করেছে। যা বাজারে Ola S1 Air-এর প্রতিদ্বন্দ্বী।

Show Full Article
Next Story