দীপাবলিতে রেকর্ড গড়ল ইলেকট্রিক স্কুটার নির্মাতা Ather Energy

হিরো মোটোকর্পের বিনিয়োগ প্রাপ্ত সংস্থা এথার এনার্জি (Ather Energy) বর্তমানে ভারতের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার সংস্থা হয়ে ওঠার প্রতিযোগিতায় শামিল হয়েছে। ক্রেতাদের মন কিসে জয় করা…

হিরো মোটোকর্পের বিনিয়োগ প্রাপ্ত সংস্থা এথার এনার্জি (Ather Energy) বর্তমানে ভারতের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার সংস্থা হয়ে ওঠার প্রতিযোগিতায় শামিল হয়েছে। ক্রেতাদের মন কিসে জয় করা যায়, সে দিকেই সর্বদা নজর তাদের। তাই ক্রেতাদের কাছেও দিনদিন চোখের মণি হয়ে উঠছে এথার। এবারের দিওয়ালিতে তাদের 450X ই-স্কুটারটির চাহিদা এতোটাই বেশি ছিল, যে একদিনের ডেলিভারি অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে।

একদিনে মোট ২৫০ জন ক্রেতাকে 450X স্কুটার ডেলিভারির কথা ঘোষণা করল এথার। যা কিনা এখনও পর্যন্ত ভারতে একদিনে সংস্থার সর্বাধিক ডেলিভারি। এই আনন্দের মুহূর্তকে স্মৃতিতে ধরে রাখতে বেঙ্গালুরুর একটি শপিং মলে অনুষ্ঠানের আয়োজন করেছিল এথারের সহযোগী সংস্থা বিআইএ ভেঞ্চার্স।

ঘটনাচক্র ২০২২-এ এথার এনার্জির বিক্রি আকাশ ছুঁয়েছে। ২০২২-এর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটারি চালিত স্কুটারের যা বিক্রি হয়েছে, তা আগের বছর ওই সময়ের চাইতে ১২১% বেশি। ফলে ভারতের বাজারে সংস্থার খুঁটি যে যথেষ্ট শক্তপোক্ত হয়ে উঠছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আবার এবছর এপ্রিল থেকে জুনের চাইতে জুলাই থেকে সেপ্টেম্বরে কর্নাটকে এথারের ব্যবসায় ৬৭% জোয়ার এসেছে।

গত মাসে এথার কর্নাটকে মোট ২০০৬টি ইলেকট্রিক স্কুটার ডেলিভারি করেছে। এর ইয়ার-অন-ইয়ার গ্রোথ ১৯৭%। যা সত্যি প্রশংসনীয়। এর ফলে ২২ শতাংশ মার্কেট শেয়ার নিজের হস্তগত করতে পেরেছে তারা। এদিকে এবছর এখনো পর্যন্ত এথার ১০,০০০-এর ইউনিটের বেশি ইলেকট্রিক স্কুটার বেঙ্গালুরুতে ডেলিভারি করেছে। যা সে রাজ্যের মোট ডেলিভারি হওয়া স্কুটারের দুই তৃতীয়াংশ।