লালের হাত ধরে নতুন বছরে EV বিপ্লবের সূচনা, ইলেকট্রিক স্কুটারে চমক আনছে Ather
বর্তমানে ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার সংস্থা এথার এনার্জি (Ather Energy) ভারতে তাদের জনপ্রিয় 450X ইলেকট্রিক...বর্তমানে ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার সংস্থা এথার এনার্জি (Ather Energy) ভারতে তাদের জনপ্রিয় 450X ইলেকট্রিক স্কুটারে নতুন কালার অপশনে লঞ্চ করার ইঙ্গিত দিল। তাদের একটি টিজারে লাল রঙ দেখানো হয়েছে। যা দেখে অনুমান, Ather 450X এবারে লাল রঙের চাদর গায়ে জড়িয়ে আসবে। আগামী ৭ জানুয়ারি এথার কমিউনিটি দিবসে নতুন বাইকটি লঞ্চের প্রসঙ্গে ঘোষণা করা হতে পারে।
আশা করা হচ্ছে নতুন কালার অপশনের সাথে ফিচার এবং যন্ত্রাংশে আপগ্রেড ঘটানো হবে। তৃতীয় প্রজন্মের এথার ৪৫০এক্স-এ পর্যাপ্ত রঙের বিকল্পের অভাব নজরে পড়ছিল। এবারে সেই ঘাটতি পূরণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। নতুন রঙের বিকল্পটি হবে চতুর্থ কালার অপশন। বর্তমানে Ather 450X হোয়াইট, স্পেস এবং মিন্ট গ্রীন পেইন্ট স্কিমে বেছে নেওয়া যায়।
নতুন ভার্সনের স্কুটারটিতে কারিগরি দিক থেকে কোনো অদলবদল ঘটানো হবে না বলেই আশা করা যায়। আগের ফ্রেমের উপরই ভর করে আসবে ই-স্কুটারটি। যাতে শক্তি জোগাবে পিএমএস ইলেকট্রিক মোটর। এর আউটপুট ৮.৩১ বিএইচপি এবং ২৬ এনএম টর্ক। অন্যদিকে 450 Plus থেকে ৭.২৪ বিএইচপি এবং ২২ এনএম টর্ক পাওয়া যায়।
এথারের স্কুটারে উপস্থিত ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকবাস্তবে ১০৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেতে সাহায্য করে। বর্তমানে Ather 450X ও 450 Plus-এর থার্ড জেনারেশন মডেলের দাম যথাক্রমে ১.৩৯ লক্ষ টাকা ও ১.১৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অনুমান করা হচ্ছে নতুন মডেলের দাম সামান্য বাড়ানো হতে পারে। জানুয়ারির ৭ তারিখেই স্কুটারটির লভ্যতা, ডেলিভারি ও অন্যান্য যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।