Ola-কে জবরদস্ত টক্কর, দেশে আসছে Ather Energy-র প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল

Ola Electric সম্প্রতি তাদের প্রথম বৈদ্যুতিক বাইক লঞ্চ করেছে। এবার তাদের দেখাদেখি দেশের অন্যতম জনপ্রিয় ই-স্কুটার সংস্থা Ather Energy ইলেকট্রিক মোটরসাইকেল আনার পরিকল্পনার কথা ঘোষণা…

Ather Energy To Launch New Electric Bike And Scooter

Ola Electric সম্প্রতি তাদের প্রথম বৈদ্যুতিক বাইক লঞ্চ করেছে। এবার তাদের দেখাদেখি দেশের অন্যতম জনপ্রিয় ই-স্কুটার সংস্থা Ather Energy ইলেকট্রিক মোটরসাইকেল আনার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। তারা বর্তমানে দু’টি নতুন ইভি প্ল্যাটফর্ম তৈরি করছে, যার মধ্যে একটি বিশেষ করে ই-বাইকের জন্য ডিজাইন করা হয়েছে।

Ather Energy আনছে ইলেকট্রিক মোটরসাইকেল

Ather ইতিমধ্যেই বাজারে তাদের IPO ফাইল করেছে। 3,100 কোটি টাকা মূল্যের শেয়ার ছাড়বে তারা। সেখান থেকে সংগৃহীত অর্থ দিয়ে মহারাষ্ট্রে একটি নতুন কারখানা গড়বে সংস্থা। বর্তমানে দেশে প্রচুর ই-স্কুটি থাকলেও, ভাল ইলেকট্রিক বাইকের সংখ্যা কম। সেই শূণ্যস্থান পূরণ করার লক্ষ্যে নামছে এথার এনার্জি।

আরও পড়ুন : সলিড পারফরম্যান্স মিলবে Realme-র নতুন ফোনে, পাওয়ারফুল প্রসেসর, প্রচুর র‍্যাম

Ather ইলেকট্রিক মোটরসাইকেলের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করছে, তার নাম “Zenith”। এটি 125-300 সিসি সেগমেন্টে পেট্রল চালিত বাইকেগুলির সমান ক্ষমতা নিয়ে আসবে। অন্যদিকে, “EL” প্ল্যাটফর্মের অধীনে নতুন ইলেকট্রিক স্কুটার বানাবে সংস্থা। এটি প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে এবং আর্কিটেকচারটি আরও বহুমুখী হবে এবং খরচ কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন : পুজোর আগেই 5000 টাকা সস্তা Realme GT 6T, অসাধারণ ক্যামেরা সহ রয়েছে ফাস্ট চার্জিং

নতুন EL প্ল্যাটফর্মে নয়া ইলেকট্রনিক্স ও চ্যাসিস থাকলেও, ব্যাটারি ও সফটওয়্যার এগজিস্টিং Ather 450 প্ল্যাটফর্ম থেকেই নেওয়া হবে। সংস্থার দাবি, এটি তাদেরকে বিভিন্ন ধরনের ই-স্কুটার তৈরি করতে সক্ষম করবে। সেগুলি দেশীয় এবং বিভিন্ন আন্তর্জাতিক বাজারের জন্য কাস্টমাইজড হবে। তবে বাইক বা স্কুটার ঠিক কবে লঞ্চ হবে তা এখনও জানায়নি কোম্পানি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন