Ather Energy: একটা নয়, Ola-কে টেক্কা দিতে 11 আগস্ট একসাথে তিনটি স্কুটার লঞ্চ করবে এথার এনার্জি
এথার এনার্জি (Ather Energy) ক্রেতাদের বৈদ্যুতিক টু-হুইলারমুখী করে তুলতে এবারে নতুন স্কুটার লঞ্চ করার কথা অফিশিয়ালি...এথার এনার্জি (Ather Energy) ক্রেতাদের বৈদ্যুতিক টু-হুইলারমুখী করে তুলতে এবারে নতুন স্কুটার লঞ্চ করার কথা অফিশিয়ালি জানালো। সোশ্যাল মিডিয়াতে একটি টিজার ভিডিও প্রকাশ করে আগামী ১১ আগস্ট অর্থাৎ শুক্রবার একসাথে তিন তিনটি মডেল লঞ্চের কথা জানিয়েছে তারা। যার মধ্যে একটি হচ্ছে – Ather 450S। এটি সংস্থার এখনও পর্যন্ত সবচেয়ে সস্তার মডেল হিসেবে আসবে। আবার জল্পনা চলছে, এথার ওইদিন তাদের 450X-এর আপডেট ভার্সন অথবা ছোট ব্যাটারি সমেত এর একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করবে।
Ather ১১ তারিখ তিনটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে
নতুন Ather 450S-এর দাম ১,২৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ফলে স্কুটারটি Ola S1, Vida V1 Pro ও TVS iQube S-এর প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে। 450X-এর অনেক বৈশিষ্ট্য ধার করছে 450S। টিজারের ক্যাপশানে সংস্থা জানিয়েছে – নতুন স্কুটার, নতুন ফিচার। শুক্রবার দুপুর ১২টায় লঞ্চের সময়কাল নির্দিষ্ট করা হয়েছে।
Ather 450S-এ থাকছে একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ১১৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার। এদিকে টপ-এন্ড মডেল 450X-এ উপস্থিত একটি ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জ থাকলে এটি ১৪৬ কিলোমিটার পথ ছুটতে সক্ষম। দুটি মডেলের ফিচার একই থাকছে বলে জানিয়েছে কোম্পানি। পার্থক্য বলতে 450X-এর টিএফটি টাচস্ক্রিনের বদলে 450S-এ এলসিডি কনসোল দেওয়া হতে পারে।
আবার 450S-এর ফিচার থেকে বাদ পড়তে পারে গুগল ম্যাপ ইন্টিগ্রেশন সহ কানেক্টেড টেকনোলজি। তবে কাঠামো গত এবং পারফর্মেন্সের দিক থেকে এদের মধ্যে কোন পরিবর্তন থাকছে না। এদিকে জুলাইয়ে এথার মোট ৭,৮৫৮ ইউনিট ইলেকট্রিক স্কুটার বিক্রির কথা জানিয়েছে। যা আগের বছর ওই সময়ের তুলনায় ২২৯% বেশি। আবার জুনের (৬,৪৭৯ ইউনিট) তুলনায় ২১% অধিক। এদিকে সম্প্রতি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল-এর সাথে হাত মিলিয়েছে এথার এনার্জি। বিপিসিএল এর ২১,০০০-এর বেশি পাম্পে ফাস্ট চার্জিং গ্রিড ইন্সটল করবে সংস্থা।