Ather-BPCL: পেট্রল পাম্পেই চার্জের ব্যবস্থা, ইলেকট্রিক স্কুটারে দূরদূরান্ত ঘুরুন মনের সুখে

দেশে যে গতিতে বৈদ্যুতিক দু’চাকা গাড়ির গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে চার্জিং স্টেশনের সংখ্যা না বাড়ালেই নয়। তাই বিভিন্ন...
SUMAN 30 July 2023 3:56 PM IST

দেশে যে গতিতে বৈদ্যুতিক দু’চাকা গাড়ির গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে চার্জিং স্টেশনের সংখ্যা না বাড়ালেই নয়। তাই বিভিন্ন টু-হুইলার নির্মাতা থেকে রাইড হেইলিং কোম্পানিগুলি চার্জিং স্টেশন তৈরির কর্মযজ্ঞে ব্রতী হচ্ছে। অন্যতম প্রথম সারির ব্যাটারি চালিত স্কুটার প্রস্তুতকারী সংস্থা এথার এনার্জি (Ather Energy)-ও সংশ্লিষ্ট ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার কথা জানালো। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল (BPCL)-এর সাথে হাত মেলানোর ঘোষণা করেছে তারা। দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাটির ২১,০০০ পাম্পে এথার তাদের পাবলিক চার্জিং স্টেশন বসাবে বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে।

Ather ও Bharat Petroleum জোট বেঁধে EV চার্জিং স্টেশন গড়ে তুলবে

এথারের তরফে বলা হয়েছে, মেট্রো শহরতলী এবং যোগাযোগের অন্যতম রাস্তাগুলিতে চার্জিং পরিকাঠামো গড়ে তোলা হবে। ইতিমধ্যেই দিল্লি-এনসিআর অঞ্চলে চারটি ফাস্ট চার্জার ইন্সটল করা হয়েছে বলে জানিয়েছে তারা। আবার চলতি বছরের মধ্যে বিপিসিএল-এর পাম্পে ১০০-র বেশি চার্জার বসানোর লক্ষ্য স্থির করা হয়েছে।

বর্তমানে ১০০টি শহরে এথারের ১,৪০০টি পাবলিক চার্জিং স্টেশন রয়েছে। যে কারণে এটি দেশের অন্যতম বৃহত্তম চার্জিং নেটওয়ার্ক। এথারের গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে নিকটবর্তী চার্জিং স্টেশন সম্পর্কে হদিস পাবেন। এখান থেকে সংস্থার কোন চার্জিং স্টেশন ফাঁকা রয়েছে, সেই তথ্যও জানা যাবে।

এই প্রসঙ্গে এথারের প্রধান ব্যবসায়িক আধিকারিক রবনীত ফোকেলা বলেন, “বিপিসিএল-এর সাথে জোট আমাদের চার্জিং স্টেশন নেটওয়ার্কের সম্প্রসারণে সাহায্য করবে। এতে আরও বেশি সংখ্যাক ক্রেতাকে আমরা ফাস্ট চার্জিং গ্রিড অফার করতে পারবো।” এতে সংস্থার ইলেকট্রিক স্কুটারের বেচাকেনা আরও বাড়বে বলে আশাবাদী তারা।

Show Full Article
Next Story