Ather Grid: ফ্রি-র দিন শেষ, স্কুটার চার্জে দিলে গুনতে হবে টাকা, পয়লা তারিখেই নতুন নিয়ম

বৈদ্যুতিক টু-হুইলারের জনপ্রিয়তা বাড়াতে বিভিন্ন কোম্পানি নিজেদের চার্জিং স্টেশন থেকে বিনামূল্যে চার্জ করানোর সুবিধা দিয়ে এসেছে গ্রাহকদের। কিন্তু বর্তমানে ইলেকট্রিক স্কুটারের বিক্রিতে জোয়ার প্রত্যক্ষ করে…

বৈদ্যুতিক টু-হুইলারের জনপ্রিয়তা বাড়াতে বিভিন্ন কোম্পানি নিজেদের চার্জিং স্টেশন থেকে বিনামূল্যে চার্জ করানোর সুবিধা দিয়ে এসেছে গ্রাহকদের। কিন্তু বর্তমানে ইলেকট্রিক স্কুটারের বিক্রিতে জোয়ার প্রত্যক্ষ করে এবার সেই পথ থেকে সরে দাঁড়ালো এথার এনার্জি (Ather Energy)। এবারে এথার গ্রিড ফাস্ট চার্জিংয়ের জন্য প্রতি মিনিটে ১ টাকা (সাথে আছে জিএসটি) করে নেওয়া হবে বলে জানালো তারা। মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক এবং তামিলনাড়ুর গ্রাহকদের জন্য আগামীকাল অর্থাৎ ১ আগস্ট থেকে এই নয়া ব্যবস্থা চালু করছে এথার।

Ather গ্রিড থেকে ফাস্ট চার্জিংয়ের জন্য চোকাতে হবে গাঁটের কড়ি

এথারের ফাস্ট চার্জার থেকে কতটা বিদ্যুৎ ব্যয় হচ্ছে তার উপর ভিত্তি করে দাম নেওয়া হবে না। বরং সময়ের হিসেবে টাকা ধার্য করেছে সংস্থা। ২০১৮ থেকে আজ পর্যন্ত এথার গ্রিড নেটওয়ার্ক থেকে বিনে পয়সায় চার্জ করানোর সুবিধা পেয়েছেন গ্রাহকরা। কিন্তু এতে রাইডারদের অপ্রয়োজনীয় ভিড় ও নানান সমস্যার জন্য এবারে তা তুলে দিচ্ছে সংস্থা।

আবার চার্জার হগিং-এর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নিয়েছে এথার। ক্রেতারা তাদের স্কুটার চার্জে বসিয়ে দীর্ঘক্ষণ বাদে ফিরে আসেন। এজন্য এথার ফার্স্ট চার্জিং পয়েন্ট থেকে যাতে ৮০ শতাংশের বেশি চার্জ না হয়, সেজন্য অটোকাট অফ লিমিট বেঁধে দিয়েছে। গ্রাহকদের থেকে মূল্য নেওয়া হলে ঘন ঘন চার্জ করানোর প্রবণতা কমবে বলে মনে করছে কোম্পানি।

আবার এথারের ধারণা, নতুন ব্যবস্থার ফলে যতটুকু প্রয়োজন ততটুকু চার্জ করানোর অভ্যাস তৈরি হবে ক্রেতাদের মধ্যে। তবে Ather 450 Gen 1 ও Gen 1.5-এর গ্রাহকদের জন্য বিনামূল্যে চার্জিং এর পরিষেবা বজায় রাখা হবে বলে জানিয়েছে সংস্থা। কারণ গত বছর যারা ইলেকট্রিক স্কুটার কিনেছেন, তাদের ২০২৩-এর শেষ পর্যন্ত বিনামূল্যে চার্জিং পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল এথার।