Ather Rizta Flipkart

পেট্রল ভরতে গিয়ে পকেট ফাঁকা? ইয়ার এন্ড সেলে সস্তায় ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ

Ather Rizta ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে বেশ কম দামে। ইয়ার এন্ড সেল উপলক্ষে Flipkart থেকেই অর্ডার করতে পারবেন। কী অফার রয়েছে দেখে নিন।

Suvrodeep Chakraborty 16 Dec 2024 12:18 PM IST

নতুন বছরে সাধারণ গাড়ি-বাইকের দাম বেড়ে যায়। তার আগে লোভনীয় ছাড় দেয় সংস্থাগুলি। তেমনই অফার রয়েছে Flipkart এ। Ather Rizta ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে এই সুযোগ। এই স্কুটারের দাম ১.১০ লাখ টাকা থেকে ১.৪৭ লাখ টাকা (এক্স-শোরুম)। এই স্কুটারের উপর কী ডিল রয়েছে Flipkart- এ চলুন জেনে নেওয়া যাক।

Ather Rizta ও Flipkart অফার

এন্ট্রি-লেভেল Rizta S মডেলের উপর অফার ঘোষণা করছে Flipkart। অফার চলাকালীন এটি কেনা যাবে ১.০৪ লাখ টাকায়। ই-কমার্স কোম্পানিটি ৫,০০০০ টাকার বেশি কেনাকাটার উপর ফ্ল্যাট ২,৫০০ টাকা ছাড় দিচ্ছে। পাশাপাশি রয়েছে EMI বিকল্প। এছাড়া ক্রেডিট কার্ডগুলিতে ৮,৫০০ টাকা পর্যন্ত অফার রয়েছে।

Ather Rizta : স্পেসিফিকেশন ও ফিচার্স

Ather Rizta S মডেলে রয়েছে একটি ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি, যা ৫.৭ হর্সপাওয়ার এবং ২২ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারের সর্বোচ্চ গতি ৮০ কিমি প্রতি ঘণ্টা। এটি ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ৪.৭ সেকেন্ড। স্কুটারের রেঞ্জ ফুল চার্জে ১২৩ কিলোমিটার। সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৮ ঘণ্টা ৩০ মিনিট। ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৬ ঘণ্টা ৩০ মিনিট।

এই মডেলে পাবেন ৩৪ লিটার বুট স্পেস, সঙ্গে ২২ লিটার অপশনাল বুট স্পেস। ফিচার্সের মধ্যে উল্লেখযোগ্য টার্ন-বাই-টার্ন নেভিগেশন সহ একটি ৭ ইঞ্চি ডিসপ্লে। ই স্কুটারটিতে রয়েছে ১২ ইঞ্চি অ্যালয় হুইল, ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক সহ একটি ২০০ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক। এছাড়া ইন্ডিকেটর সহ LED লাইট মিলবে এই স্কুটারে।

Show Full Article
Next Story