Upcoming Bikes: এপ্রিলে লঞ্চ হবে একঝাঁক নতুন বাইক-স্কুটার, 3 নম্বরটা চোখধাঁধিয়ে দেবে

এপ্রিল মাসে ভারতীয় ক্রেতাদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হতে চলেছে বিভিন্ন টু-হুইলার কোম্পানি। বলতে গেলে বহু প্রতীক্ষার...
SUMAN 31 March 2024 9:56 AM IST

এপ্রিল মাসে ভারতীয় ক্রেতাদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হতে চলেছে বিভিন্ন টু-হুইলার কোম্পানি। বলতে গেলে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসে দেশের বাজারে লঞ্চ হতে চলেছে একাধিক নতুন বাইক ও স্কুটার। যার মধ্যে পেট্রোল চালিত মডেলের পাশাপাশি ইলেকট্রিকেরও দেখা মিলবে। এই নতুন মডেলগুলি লঞ্চের পর সংশ্লিষ্ট সেগমেন্টে খেলা ঘুরিয়ে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এপ্রিল, 2024-এ আসন্ন টু-হুইলার মডেলগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Ather Rizta

দীর্ঘদিন আলোচনার মধ্যমণিতে থাকা ইলেকট্রিক ফ্যামিলি স্কুটার Rizta আগামী মাসেই লঞ্চ করছে এথার এনার্জি। আগামী 6 এপ্রিল, 2024 লঞ্চের দিনক্ষণ হিসেবে ধার্য করা হয়েছে। ওইদিন সংস্থার কমিউনিটি দিবস উদযাপিত হবে। স্কুটারটির সিট সেগমেন্টে বৃহত্তম বলে দাবি করেছে সংস্থা। ইতিমধ্যেই আগাম বুকিং নেওয়া শুরু করেছে সংস্থা।

নতুন Ampere ই-স্কুটার

Greaves Electric Mobility-র বৈদ্যুতিক স্কুটার তৈরির শাখা অ্যাম্পিয়ার তাদের নতুন ইলেকট্রিক স্কুটারে কাশ্মীর থেকে কন্যাকুমারীর যাত্রা সফলভাবে সম্পন্ন করেছে। জাতীয় স্তরে এটি একটি রেকর্ড। আসন্ন এই মডেলটিতে NXG কনসেপ্টের প্রোডাকশন ভার্সন বলে মনে করা হচ্ছে। যা 2023 অটো এক্সপো-তে উন্মোচিত হয়েছিল। প্রযুক্তিগত দিক থেকে এটি আরও বেশি উন্নততর হবে। লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও সংস্থার তরফে জানানো হয়নি।

New Ultraviolette Announcement

আল্ট্রাভায়োলেট অটোমোটিভ 24 এপ্রিল, 2024 দিনটি উল্লেখ করে আমন্ত্রণপত্র প্রকাশ করেছে। অনুমান করা হচ্ছে সে দিন সংস্থা তাদের হাই-পারফরম্যান্স F77 ইলেকট্রিক বাইকের নতুন ভ্যারিয়েন্ট আনবে। বর্তমানে এই একমাত্র মডেল বিক্রি করে সংস্থা। তাই লাইনআপ সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন মডেল আনা হতে পারে। এর আগে যদিও F77 Space Edition নির্দিষ্ট সংখ্যায় হাজির করেছিল কোম্পানি।

BMW R 1300 GS

গত বছর আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছিল BMW R 1300 GS। এবারে ভারতের রাস্তায় ছোটার জন্য প্রস্তুতি শুরু করেছে এই অ্যাডভেঞ্চার টুরার বাইকটি। এদেশে বিক্রিত R 1250 GS-এর জায়গা দখল করতে চলেছে এই নতুন মডেল। প্রযুক্তি ও ফিচারে ব্যাপক আপগ্রেড সমেত হাজির হবে এটি। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে থাকছে 1,300 সিসি বক্সার ইঞ্জিন, নতুন ম্যাট্রিক্স এলইডি হেডলাইট এবং ডাই কাস্ট অ্যালুমিনিয়াম সাব-ফ্রেম সমেত নতুন ফ্রেম। আগের চাইতে 12 কেজি ওজন কমানো হয়েছে। বাইকটির দাম 20 লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে।

Show Full Article
Next Story