Car Price Hike: ভারতে গাড়ির দাম 2.4% পর্যন্ত বাড়ানোর ঘোষণা করল এই সংস্থা

মূল্যবৃদ্ধির ছায়া ফের দেশের গাড়ি বাজারে। জার্মান বহুজাতিক বিলাসবহুল গাড়ি নির্মাতা অডি (Audi) ভারতে তাদের প্রতিটি মডেলের...
techgup 23 Aug 2022 6:59 PM IST

মূল্যবৃদ্ধির ছায়া ফের দেশের গাড়ি বাজারে। জার্মান বহুজাতিক বিলাসবহুল গাড়ি নির্মাতা অডি (Audi) ভারতে তাদের প্রতিটি মডেলের দাম বাড়ানোর ঘোষণা করল। উৎপাদন খরচ ও অন্যান্য ব্যয় বাড়ার ফলে সামনের মাস থেকেই দামী হবে সংস্থার Audi A4, Audi A6, Audi A8 L, Audi Q5, Audi Q7, Audi Q8, Audi S5 Sportback, এবং Audi RS 5 Sportback মডেল।

সেপ্টেম্বরের ২০ তারিখ থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী গাড়ির দাম ২.৪ শতাংশ পর্যন্ত বাড়বে। এদিকে অডি ভারতে তাদের আপকামিং Q3 SUV-র বুকিং নেওয়া শুরু করেছে। প্রি-লঞ্চ বুকিংয়ের সুবিধা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং 'মাই অডি কানেক্ট' অ্যাপ্লিকেশনে উপলব্ধ। টোকেন মূল্য হিসাবে জমা দিতে হবে ২ লাখ টাকা।

অডি জানিয়েছে, প্রথম ৫০০ জন ক্রেতা নানা সুযোগ-সুবিধা পাবেন। যেমন এক্সটেন্ডেড ওয়ারেন্টির সাথে আকর্ষণীয় সার্ভিস প্যাকেজ। Audi Q3 এসইউভির ডেলিভারি শুরু হবে ২০২২-এর শেষান্ত থেকে। আবার আগামী দশকে ভারতের বিলাসবহুল গাড়ির বাজার ধরতে ইলেকট্রিকে ফোকাস করে এগোচ্ছে তারা।

জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির গাড়ির সংখ্যা কমিয়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ানোয় মনোনিবেশ করছে অডি। ইতিমধ্যেই দেশের লাক্সারি ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে প্রবেশ করেছে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রথম ইলেকট্রিক স্পোর্টস কার e-tron GT এবং RS GT লঞ্চ করেছে অডি এছাড়াও এই লাইনআপে তাদের ঝুলিতে রয়েছে e-tron 50, e-tron 55, e-tron Sportsback 55 মডেলের লাক্সারি গাড়ি।

Show Full Article
Next Story